Mithun Chakraborty will play the character of kabuliwala in the upcoming bengali movie directed by suman ghosh

Mithun Chakraborty: বাঙালির নস্ট্যালজিয়া উস্কে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রজাপতি-তে তাঁর অভিনয় বাংলায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই বাঙালির আরেক আইকনিক চরিত্রে মিঠুন। চরিত্রটি অবশ্য বাঙালির নয়, তবে বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলির অন্যতম। রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ উপন্যাসের রহমত খানের ভূমিকায় দেখা যাবে মিঠুনকে।

ছবির পরিচালনায় সুমন ঘোষ। প্রযোজনায় SVF। এর আগে ‘নোবেল চোর’ ছবিতে সুমনের পরিচালনায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। যেটি মুক্তি পেয়েছিল ২০১১-তে। সেদিক থেকে প্রায় ১১ বছর পর ফিরছে এই পরিচালক-অভিনেতা জুটি। টলিপাড়ায় খবর, বহুদিন ধরেই SVF-এর কর্ণধার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাইছিলেন। এই ছবির হাত ধরেই সেটা ঘটছে।

আরও পড়ুন: Dev: ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিলেন দেব, সঙ্গী রুক্মিণী?

জানা যাচ্ছে, রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র মূল গল্পকে সামনে রেখে বাস্তবের প্রেক্ষাপটে ছবির গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানেও ছবির বেশকিছু অংশের শ্যুটিং হবে। তবে এই মুহূর্তে আফগানিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই প্রস্তুতি নেবেন ছবির নির্মাতারা।

প্রসঙ্গত এর আগে বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই ‘কাবুলিওয়ালা’র গল্পের উপর ছবি তৈরি হয়েছে। ১৯৫৭ সালে তপন সিংহের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা হয়েছিলেন ছবি বিশ্বাস, আবার আবার ১৯৬১ সালে বিমল রায়ের পরিচালনায় হিন্দিতে ‘কাবুলিওয়ালা’ চরিত্রে অভিনয় করেন বলরাজ সাহানি। কাজী হায়াৎ পরিচালিত ২০০৬ সালে বাংলাদেশী ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মান্না, প্রার্থনা ফারদিন দিঘী, সুব্রত বড়ুয়া ও দোয়েল।

আরও পড়ুন: ShahRukh -Priyanka: বিতর্ক সরিয়ে ফের এক ফ্রেমে ধরা দেবেন শাহরুখ-প্রিয়াঙ্কাকে! কোন ছবি করবে এই অসাধ্য সাধন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest