Site icon The News Nest

মোহর ম্যাজিকে পিছিয়ে গেলেন ‘রানিমা’, টিআরপি তালিকায় সেরা দশে কারা ?

WhatsApp Image 2020 10 17 at 1.19.34 PM

রানিমাকে হ্যাটট্রিক করা থেকে বঞ্চিত করল মোহর (১০.৬)। এই সপ্তাহে প্রকাশিত টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) তালিকায় করুণাময়ী রাণী রাসমণিকে পিছনে ফেলে পয়লা স্থান দখল করল মোহর। ‘রাণী রাসমণি’ রেটিং তালিকায় ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

৯.৭ পেয়ে তৃতীয় ‘সাঁঝের বাতি’। চারু-আর্যর পুনঃবিবাহ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শকরা।  চতুর্থ স্থানে ‘খড় কুটো’, ৯.২ পেয়ে। যৌথ পরিবারের আদর্শের প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়াল সববয়সী দর্শকরা বেশ পছন্দ করছে। পঞ্চম ‘শ্রীময়ী’, সংগ্রহে ৮.৭। এই সিরিয়ালের গল্পেও এবার বিবাহ-যোগ, ডিঙ্কার বিয়ের হাই-ভোল্টেজ ড্রামা বেশ পছন্দ করেছে দর্শকরা।

মোহর ফার্স্ট গার্ল হলেও অনেকখানি হতাশ করল কৃষ্ণকলি। হ্যাঁ, এবারের তালিকায় সেরা পাঁচে নেই জি বাংলার এই হিট সিরিয়াল। পিছোতে পিছোতে এইবার কৃষ্ণকলি নেমে এসেছে ষষ্ঠস্থানে। এই সপ্তাহে কৃষ্ণকলির সংগ্রহ মাত্র ৮.৫!অন্যদিকে দীর্ঘদিন পর সেরা দশের তালিকায় ফিরেছে ফিরকি। ৬.২ পয়েন্ট সংগ্রহ করে দশম স্থানে রইল এই ধারাবাহিক।

আরও পড়ুন: গোল গোল চোখে অবাক চাহনি…ইউভানের ১ মাস বয়সের ছবি প্রকাশ্যে আনলেন রাজ

এক  নজরে দেখে নিন টিআরপি তালিকায় সেরা দশে রইল কারা?

  1. মোহর – স্টার জলসা –  ১০.৬ 

  2. করুণময়ী  রাণী রাসমনি – জি বাংলা – ১০.০ 

  3. সাঁঝের বাতি- স্টার জলসা -৯.৭ 

  4. খড়কুটো -স্টার জলসা -৯.০০ 

  5. শ্রীময়ী- স্টার জলসা-৮.৭ 

  6. কৃষ্ণকলি- জি বাংলা -৮.৫ 

  7. যমুনা ঢাকি -জি বাংলা -৮.১ 

  8. ভাগ্যলক্ষ্মী -স্টার জলসা -৭.০০ 

  9. কী করে বলব তোমায় -জি বাংলা -৬.৩ 

  10. ফিরকি – জি বাংলা -৬.২ 

আরও পড়ুন: #BeingColourful: জয়া এহসানের নতুন ছবিতে রঙের মেলা, উৎসবের আমেজ আনল নেটদুনিয়ায়

 

Exit mobile version