Money Heist: Ayushmann Khurrana debuts as desi Professor and gives Bella Ciao his own twist, watch

Ayushmann Khurrana: ‘মানি হাইস্ট’-এর প্রফেসরের সাজে সামনে এলেন আয়ুষ্মান খুরানা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর শেষ সিজনের শেষ পার্ট মুক্তি পাবে। তা নিয়ে দর্শক মহলে উত্তেজনা রয়েছে। ‘মানি হাইস্ট’ বলিউডেও যে তৈরি হচ্ছে, তার খবর আগেই পেয়েছিলেন দর্শক। কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে জল্পনা রয়েছে। এর মধ্যেই প্রফেসরের সাজে বেলা চাও নিয়ে হাজির হলেন আয়ুষ্মান খুরানা।

‘মানি হাইস্ট’-এর রেড কার্পেট ইভেন্টের প্রোমোশন করেছেন আয়ুষ্মান। ফাইনাল সিজনের জন্য অপেক্ষার টুকরো ছবি তুলে ধরেছেন এই ভিডিয়োতে। তবে তিনি বলিউডি ‘মানি হাইস্ট’-এ অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, “আমি মানি হাইস্ট-এর বড় ভক্ত। এই ইউনিক প্রজেক্টে কাজ করতে পেরে এই ওয়েব সিরিজ এবং প্রফেসরের প্রতি ভালবাসা আরও বেড়ে গেল। ফাইনালের জন্য আমি খুব এক্সাইটেড। তবে এটা শেষ হয়ে যাচ্ছে, এতে মন খারাপ হয়ে যাচ্ছে।”

আরও পড়ুন: লর্ডসের মাঠে কপিল দেবের দুর্ধর্ষ ক্যাচ, বিশ্বজয়ের স্মৃতি ফেরাল 83- র Teaser

শেষ সিজনের দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব যে ইমোশনে ভরপুর থাকবে, তা একরকম আঁচ করা যাচ্ছে। সদ্য বিভিন্ন এপিসোডের নাম এবং কিছু ছবি প্রকাশ করেছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ‘লাইভ মেনি লাইভস্’, ‘উইশফুল থিঙ্কিং’, ‘দ্য থিওরি অব এলিগান্স’-এর মতো নামকরণ হয়েছে বিভিন্ন এপিসোডের।

আদতে এটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। সাম্প্রতিক অতীতে নেটফ্লিক্সে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হাইস্ট’-এর ঝুলিতেই। এর চতুর্থ সিজন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ৬৫ মিলিয়ন ভিউ হয়েছিল সেই সিজনের। এক বিবৃতিতে নির্মাতা তথা এক্সজিকিউটিভ প্রোডিউসার অ্যালেক্স পিনা বলেন, “আমরা প্রায় এক বছর সময় নিয়ে ভেবেছিলাম, এই টিম কী ভাবে ভাঙব। কীভাবে প্রফেসরকে প্রায় দড়ির উপর বসিয়ে রাখব। কীভাবে বিভিন্ন চরিত্রের পরিবর্তন না করে পরিস্থিতি তৈরি করা যায়। তারই ফলাফল পঞ্চম সিজনে দেখতে পাবেন আপনারা। যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এটাও বলতে পারি, এই সিজনেই উত্তেজনা সবথেকে বেশি। এই সিজনই সবথেকে মনে রাখার মতো।”

আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, পদ্মবনে মধুচন্দ্রিমা শেষ হতে না হতেই তৃণমূলে শ্রাবন্তী!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest