পাত্র দুবাইবাসী, এবার বিয়ের পিঁড়িতে ‘নাগিন’ খ্যাত মৌনী রায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

​শিগগিরই বিয়ে করছেন মৌনী রায়। ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন মৌনী। পাওয়া যাচ্ছে এমন খবর।

‘নাগিন’ অভিনেত্রী লকডাউন পর্বটা বোনের সঙ্গে কাটিয়েছিলেন দুবাইতে। গত বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে মৌনির একটি ছবি অনুরাগীদের নজর কেড়ে নিয়েছিল। ছবিতে তাঁর আঙুলে দেখা গিয়েছিল একটি হীরের আংটি। এখন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুবাইয়ের বাসিন্দা ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ারকে বিয়ে করতে চলেছেন মৌনি। সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রী খুব শীঘ্রই বিয়ে করতে পারেন।

এক্ষেত্রে হবু স্বামীর বাবা-মায়ের সঙ্গে তাঁর কমফর্ট লেভেল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলেই ওই সূত্র উল্লেখ করে জানানো হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন: প্রথম সপ্তাহেই মিঠাইয়ের বাজিমাত, স্লট হারাল মোহর, নতুন TRP তালিকায় ব্যাপক ভোলবদল

এর আগে মৌনির ‘দেবোঁ কে দেব মহাদেব’ অভিনেতা মোহিত রানার সঙ্গে ডেট নিয়ে জল্পনা ছড়িয়েছিল। ‘উত্তরণ’ অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গেও তাঁর সম্পর্ক থাকার কথা জানা গিয়েছিল। ২০০৬-এ একতা কপূরের জনপ্রিয় শো ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’- তে অভিনয়ের মাধ্যমে মৌনির কেরিয়ার শুরু হয়েছিল। তিনি কৃষ্ণা তুলসীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘দো সহেলিয়া’ ও ‘কস্তুরি’-তে অভিনয় করেন।

জনপ্রিয় সিরিয়াল ‘দেবোঁ কে দেব মহাদেব’ সিরিয়ালে দেবী সতীর ভূমিকায় অভিনয় করে স্বীকৃতি অর্জন করেন তিনি। এরপর একতা কপূরের ‘নাগিন’-এর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘লন্ডন কনফিডেনশিয়াল’ অভিনেত্রী মৌনির বলিউডে অভিষেক ২০১৮-তে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর তাঁকে আরও কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে।

আরও পড়ুন: ব্যালেরিনা স্টাইলে জ্যাকলিনের নতুন চমক! বললেন, শীঘ্রই আসছি আপনার কাছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest