মৃত্যুর দিনে সুশান্তের বাড়িতে রহস্যময়ীর ঘোরাফেরা! অবশেষে সামনে এল পরিচয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিনে তাঁর বাড়ির সামনে এক যুবতীর দেখা মেলায় রহস্য দানা বাঁধে। কে সেই কন্যা, তা এতদিন স্পষ্ট ছিল না। ফলে নানা মহল থেকে উঠে আসতে শুরু করে নানা প্রশ্ন। এ বার সেই প্রশ্নের উত্তর মিলল। জানা গেল ওই যুবতীর পরিচয়।

রিপোর্টে প্রকাশ, সুশান্তের মৃত্যুর খবর পেয়ে চার্টার রোডের ফ্ল্যাটে হাজির হন জামিলা ক্যালকাট্টাওয়ালা। রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর বান্ধবী জামিলা সেদিন মুখে মাস্ক এঁটে সুশান্তের চার্টার রোডের ফ্ল্যাটে হাজির হন বলে জানা যায়। সুশান্তের বন্ধু মহেশ শেট্টির কাছ থেকে অভিনেতার মৃত্যুর খবর পেয়েই সেখানে হাজির হন জামিলা। তবে ওইদিন তাঁর সঙ্গে রিয়ার ভাই সৌভিককে দেখা যায়নি।

আরও পড়ুন: ‘তাসের ঘর’ সাজাচ্ছেন স্বস্তিকা! ‘একক অভিনয়’ দেখতে চোখ রাখুন হইচইয়ের পর্দায়

ভিডিয়োয় দেখা যাচ্ছে, যে সময় সুশান্তের দেহ বাড়ি থেকে বার করে আনা হচ্ছিল, সেই সময় ওই মহিলা পুলিশের পাশ কাটিয়ে ঢুকে যান ভিতরে৷  কিছু সময় পরে দেখা গিয়েছে ওই মহিলা বেরিয়ে এসে সুশান্তের বিল্ডিং ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তারপর তাঁকে অ্যাম্বুল্যান্সের পাশেও কিছু সময় দেখা যায়। ওরকম দিনে সেখানে বেশ কিছু সময় কাটানো এই মহিলা কে? প্রশ্ন জেগেছে আরও এক জায়গায়৷ সুশান্তের মৃত্যুর পর তাঁর ঘরের যে ভিডিয়ো ফাঁস হয়েছিল সেখানে কালো ব্যাগ হাতে কালো টিশার্ট পরা ব্যক্তিকে দেখা গিয়েছিল৷ ফুটেজে ওই মহিলার সঙ্গে ওরকমই এক ব্যক্তিকে কথা বলতে দেখা গিয়েছে৷ সুশান্তের দেহ ফ্ল্যাট থেকে বার করে অ্যাম্বুল্যান্সে ওঠানো এবং অ্যাম্বুল্যান্স রওনা হওয়া পর্যন্ত তিনি লাগাতার সুশান্তের দেহের আশেপাশেই ছিলেন তিনি৷

sushantsinghrajputgirl11597732505

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জামিলার ফ্লিপ ফ্লপ জুতো দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। ইনস্টাগ্রামে রিয়া চক্রবর্তীর পোস্ট করা একটি ছবিতে দেখা যায় সুশান্ত, রিয়া, শৌভিক আর জামিলা এবং অন্যান্য সকলে হাসির মুডে। ওই ছবিতে জামিলা যে চটি পরে আছেন, ভিডিয়োর মহিলাও হুবহু সেই চটি পরা।

কেন শৌভিক চক্রবর্তীর প্রেমিকাকে ওই দিন ওই সময় দেখা গেল? এখন সে দিকে তদন্তকারীদের নজর।

আরও পড়ুন: দর্শক ক্ষোভের জেরে ক্ষুদিরামের ছবি সরাল ‘জি-৫’, ফের চাওয়া হল নিঃশর্ত ক্ষমা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest