Site icon The News Nest

Nana Patekar: ভক্তকে ঠাসিয়ে চড় নানার! শুটিংয়ের মাঝেই কেন মেজাজ হারালেন অভিনেতা?

nana

DUBAI, UNITED ARAB EMIRATES - DECEMBER 12: (EDITORS NOTE: Image has been digitally retouched) Nana Patekar poses during a portrait session on day three of the 11th Annual Dubai International Film Festival held at the Madinat Jumeriah Complex on December 12, 2014 in Dubai, United Arab Emirates. (Photo by Gareth Cattermole/Getty Images for DIFF)

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন নানা পাটেকর৷ তাঁর পরনে শার্ট, ঢিলে করে লাগানো টাই এবং হাল্কা কোট৷ হঠাৎ করেই তাঁর পিছন দিক থেকে আসতে দেখা গেল বছর কুড়ির এক তরুণকে৷ তরুণের পরনে নীল টি-শার্ট৷ কাঁধে লাল গামছা৷ ওই তরুণ নানা পাটেকারের সঙ্গে সেলফি তুলতে গেলেই অভিনেতা চমকে গিয়ে সপাটে চড় কষালেন তাঁর গালে৷ প্রায় সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ওই তরুণকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেন ঘটনাস্থলে উপস্থিত একজন যুবক৷

বুধবার সকাল থেকেই হুহু করে ভাইরাল হয়েছে নানা পাটেকারের এই ভিডিও৷ তারপর নিন্দার ঝড় থেকে শুরু করে বিতর্ক সব মহলে৷ সত্যিই কি ফ্যানের সঙ্গে এই ঘৃণ্য আচরণ করেছেন বর্ষীয়ান ওই অভিনেতা? ছেলেটির দোষই বা কী ছিল, সামান্য সেলফি তুলতেই তো চেয়েছিল৷ একজন লেখেন, ‘আম জনতাই এদের মাথায় চড়িয়েছে। ভগবানের আসনে বসিয়েছে এইসব ক্রিকেটার আর অভিনেতাদের। তার পরিবর্তে আমরা কী পাচ্ছি? চড় আর ঘাড় ধাক্কা, লজ্জাজনক’। অপর একজন লেখেন, ‘২৬/১১ মুম্বই অ্য়াটাক ছবির শেষে এই লোকটা এমনভাবে কথা বলছিল যেন ওর চেয়ে বড় দেশভক্ত আর কেউ নেই, কিন্তু দেখুন এর আসল চেহারা। সাধারণ মানুষের সঙ্গে এমন দুর্ব্যবহার সত্যি লজ্জাজনক’।

কিন্তু আসল ঘটনা সামনে আসতেই হাত কামড়াচ্ছে অনেকে। গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন জার্নির পরিচালক অনিল শর্মা। তিনি আজ তক-কে জানান, এই মিডিয়ায় এই নিয়ে লেখালেখি শুরু হতেই বিষয়টি গোচরে আসে তাঁর। এই ঘটনায় তাজ্জব তিনি। কারণ নানা কারুর গায়ে হাত তোলেননি, বরং সেটি তাঁর ছবির দৃশ্য। তিনি বলেন, ‘আমি জানি না কী বলব! এটা আমার ছবির দৃশ্য। সিন অনুসারে ওই যুবক (জুনিয়ার আর্টিস্ট)-এর মাথায় চাঁটি মারার কথা নানার। সেটাই ঘটেছে। রাস্তায় লোক জনেরা ওই ভিডিয়ো ফোনে তুলে ভাইরাল করেছে। উনি খুব ভালো মানুষ’।

পরিচালক বলেন, ‘‘ওই ভিডিওটির জন্য নানা পাটেকারকে সকলে খারাপ চোখে দেখছেন৷ তাঁকে বদমেজাজি অভিনেতা বলে দেগে দেওয়া হচ্ছে৷ কিন্তু, সংবাদমাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই, বিষয়টা মোটেই এমন নয়৷ ভাইরাল ভিডিওর পিছনে আসল সত্যিটা জানুন৷ নানা পাটেকার কাউকে মারধর করেননি৷’’

 

Exit mobile version