Site icon The News Nest

‘ট্র্যাজেডি কিং’য়ের প্রয়াণে শোকপ্রকাশ মোদী-মমতার, ‘যুগের অবসান’, বললেন শোকাহত অমিতাভ

Amithabh scaled

ভারতীয় চলচ্চিত্র জগতে একটি যুগের অবসান ঘটল। বুধবার সকাল সাড়ে সাতটায়, মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেশ কয়েকবার হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেতার জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। এদিন কিংবদন্তী অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশিষ্ট অভিনেতাকে নিয়ে তিনি ট্যুইট করেছেন এদিন।

প্রধানমন্ত্রীর ট্যুইটে লিখেছেন, ‘সিনেমাজগতে কিংবদন্তী হিসেবেই দিলীপ কুমারজীকে স্মরণ করা হবে। অতুলনীয় উজ্জ্বলতায় আর্শীবাদ পেয়েছিলেনি, যার কারণে তিনি প্রজন্মের পর প্রজন্ম জুড়ে তাঁর কৃতিত্বের জন্য শ্রদ্ধা পেয়ে গিয়েছেন। তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতের একটি বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। RIP’

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

সায়রা বানুকে টুইটে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “দিলীপ কুমারের অভিনয় ভবিষ্যৎ প্রজন্মের সিনেমাপ্রেমীদের মনে গেঁথে থাকবে।”

আরও পড়ুন: গেরুয়া রঙ কোথায়? পায়েলের রঙিন ছবিতে কটাক্ষ নেটিজেনদের

টুইটে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শোকে ভাসছে বলিউড। ‘ট্র্যাজেডি কিং’য়ের মৃত্যুতে একটি যুগের অবসান হল বলেই  মনে করছেন বিগ বি অমিতাভ বচ্চন।

আরও পড়ুন: Dilip Kumar Death: হাসপাতাল থেকে বাড়ি আনা হল দিলীপ কুমারের দেহ, সমাধিস্থ করা হবে বিকেল পাঁচটায়

 

Exit mobile version