‘মৃত্যুকে চোখের সামনে দেখছি’, অবসাদ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়ার ঘটনা যেন মানসিক অবসাদের বিষয়কে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেছে ৷ সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় সুশান্ত সিং রাজপুত ও মানসিক অবসাদের চরম পরিণতির বিষয়কে নিয়ে ৷ নেটিজেনরা এখন একটা কথাতেই সরব ৷ ‘মন ভালো নেই? বন্ধুকে ফোন করুন ! পাশে আছি … খোলাখুলি কথা বলুন অবসাদকে নিয়ে..ভুলেও সুশান্তের মতো পথ বেছে নেবেন না !’

ঠিক এই সময়ই রীতিমতো বোমা ফাটালেন বলিউডের আরেক প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ৷ এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টই জানালেন, তিনিও মানসিক অবসাদে ভুগছেন ! তিনিও রীতিমতো লড়েছেন অবসাদের সঙ্গে !

হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নওয়াজ বললেন, ‘আমি প্রথম থেকেই কঠিন শ্রমে বিশ্বাসী এবং প্রথম থেকেই লড়াকু মানসিকতার ৷ আমি কখনই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি না ৷ বড় স্টার হওয়ার স্বপ্ন আমি দেখি না ৷ আমার উদ্দেশ্য একটাই, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয় করা ৷ গত দশ বছর ধরে এরকম ভাবনা নিয়েই চলছি আমি ৷ অনেক কঠিন পরিস্থিতি আমিও দেখেছি ৷ কাটিয়ে উঠেছি ৷ তবে হ্যাঁ, অবসাদ আমারও হয়েছে ৷ যখন হাতে কোনও কাজ ছিল না৷ যখন মানুষ খুব বড় স্বপ্ন দেখে তখনই অবসাদ তাঁকে ঘিরে ধরে ৷ ’

সাক্ষাৎকারে নওয়াজ আরও বলেন, ‘আমি ঠিক করে খেতে পারতাম না ৷ আমার চুল পড়ছিল ৷ ২ কিমি হাঁটলেই নিশ্বাস নিতে পারতাম না ৷ আমার মনে হতো আমি খুব তাড়াতাড়ি মরতে চলেছি ৷ তবে আমি লড়ে গেছি ৷ বিশ্বের দিকে তাকিয়েই লড়ে গিয়েছি এবং এখনও লড়ে যাচ্ছি…’

তবে শুধুই নওয়াজউদ্দিন সিদ্দিকি নয়, শিল্পা শেটির বোন সমিতা শেট্টিও সম্প্রতি ইনস্টাগ্রামে লিখলেন, তিনিও লড়ছেন মানসিক অবসাদের সঙ্গে…

https://www.instagram.com/p/CBcV1WBnXSq/
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest