ইয়াস বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ালেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা, খুললেন নতুন সংস্থা

তৃণা জানান, আপাতত সাতজন বন্ধু মিলে এই সংস্থা তৈরি করেছেন। নীল এবং তৃণা ছাড়া এই সংস্থার কোনও সদস্যই বিনোদুনিয়ার নয়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র (Cyclone Yaas) প্রভাবে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। ওই জেলার বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে জলের তলায়। বহু কাঁচাবাড়ি হয়েছে ক্ষতিগ্রস্ত। চাষের জমির অবস্থাও একই। দিনযাপন করাও দায় হয়ে গিয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ালেন তারকা দম্পতি নীল ও তৃণা। খুললেন নতুন সংস্থা ‘মাই স্কাই ফাউন্ডেশন’।

নিজেদের নেওয়া এই উদ্যোগের কথা তারকা দম্পতি শেয়ার করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, ‘মাই স্কাই ফাউন্ডেশনের একটা ছোট্ট প্রয়াস– একমুঠো আস্থা। আগেরবার মহামারীর মাঝে আমফানের কারণে ঘরহারা হয়েছিলেন বহু মানুষ। এবারও ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতির মুখে বাংলার মানুষ। আমরা, মাই স্কাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের সঙ্গে হাত মিলিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করব ক্ষতিগ্রস্থ অঞ্চলে। আপাতত আমাদের কাছে যে রসদ আছে তা দিয়ে ১ হাজার মানুষকে সাহায্য করা সম্ভব।’

আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অনুরাগ কশ্যপ! করা হয়েছে অ্যানজিওপ্লাস্টি

তাঁদের এই উদ্যোগে সকলকে সামিল হওয়ার ডাক দিয়েছেন নীল ও তৃণা। লিখেছেন, ‘যত জনকে সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া তা সম্ভব নয়। উন্নত ভবিষ্যতের জন্য চলুন সকলে হাত মিলিয়ে সাহায্য করি।’ যে বা যারা তাঁদের এই কর্মকাণ্ডে সাহায্যের হাত বাড়াতে চান তাঁদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি গুগুলপে নম্বর ও ব্যাঙ্ক ডিটেলসও শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটনাগরিকরা।

তৃণা জানান, আপাতত সাতজন বন্ধু মিলে এই সংস্থা তৈরি করেছেন। নীল এবং তৃণা ছাড়া এই সংস্থার কোনও সদস্যই বিনোদুনিয়ার নয়। দুর্গতদের চাল, ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন নীল-তৃণা। এছাড়া যে সমস্ত গ্রামবাসীর বাড়ি ভেঙে গিয়েছে তাঁদের মেরামতির টাকাও পাঠাচ্ছেন তারকা দম্পতি।

আরও পড়ুন: ‘৮ বছর হয়ে গেল তুমি নেই’, ঋতুপর্ণের মৃত্যুদিনে স্মৃতিচারণায় আবেগঘন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest