নৌকা করে তৃণাকে বিয়ে করতে এলেন নীল, দেখুন ‘রূপকথা’র মুহূর্ত

বড়পর্দার জনপ্রিয় জুটির বিয়ে বলে কথা। এলাহি ব্যবস্থা, একে বারে ব্যান্ড বাজা বারাত যাকে বলে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বড়পর্দার জনপ্রিয় জুটির বিয়ে বলে কথা। এলাহি ব্যবস্থা হবে না তাও কি হয়। একে বারে ব্যান্ড বাজা বারাত যাকে বলে। হিন্দু রীতি মেনে সাতপাকে বাঁধা পড়বার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন দুজনে। কলকাতা শহরে তাঁদের বিয়ের আয়োজন দেখে তাজ্জব সকলে।

সংগীত, মেহেন্দি, গায়ে হলুদ- প্রাক বিয়ের সব পর্ব সেরে অবশেষে হাজির সেই কাঙ্খিত সন্ধ্যা। প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে নতুন জীবন শুরুর পথে পা বাড়াচ্ছেন নীল-তৃণা। বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছেন তৃণা, ব্লাউজে সবুজ আর লালের কম্বিনেশন। গা ভর্তি গোনার গয়না। কপালে সিঁদুর আর চন্দনে রাঙানো- এক কথায় অপরূপা তৃণা।

আরও পড়ুন: আজই বিয়ের পিঁড়িতে ওম-মিমি! দেখুন, গায়ে হলুদ-সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানের অ্যালবাম…

তৃণাকে ঘরে আনতে সেজেগুছে ইতিমধ্যেই তপসিয়ার ‘গ্রিন অর্কিড’ পৌঁছে গিয়েছেন নীল। এখানেই বসেছে জুটির বিয়ের আসর। বিয়েতে নীলও পুরোদস্তুর বাঙালি সাজে তাক লাগালেন। লাল সুতোর কাজ করা পাঞ্জাবি আর লাল পার ধুতিতে সেজেছেন বর।ভিনটেজ গাড়িতে চড়ে তৃণাকে বিয়ে করতে গেলেন নীল। বিয়ের আনন্দে মাতোয়ারা অভিনেতা। নাচতে নাচতে বিয়ের ভেন্যুতে পৌঁছালেন নীল ও বরযাত্রী।

এ দৃশ্য আগে কলকাতা শহর দেখেছে বলে মনে হয়না। নৌকায় আসতে আসতে শাহরুখ খানের স্টাইলে পোজও দিলেন নীল।

তৃনীলের বিয়ের সবথেকে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন। নব দম্পতিকে আর্শীবাদ করতে এদিন বিয়ের আসরে হাজির হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আর্শীবাদ পেয়ে উচ্ছ্বসিত এই জুটি।

সনাতন রীতি অনুযায়ী বিয়ের আগে কনে বরের মুখ দেখতে পারেন না। আর সেই রীতি মেনে পর্দার আড়ালেই রেজিস্ট্রির কাগজে সই করলেন নীল-তৃণা।

আরও পড়ুন: তৃনীলের বিয়েতে আশীর্বাদ করতে এলেন মুখ্যমন্ত্রী, খুশি ‘গুনগুন’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest