বরুণ-সারার হাত ধরে ফিরছে ‘কুলি নম্বর ১’, ট্রেলারে ‘ডিজলাইক’ অপশন বন্ধ রেখে নেটদুনিয়ার নিশানায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ডেভিড ধাওয়ান (David Dhawan) পরিচালিত ‘কুলি নম্বর ১’। সেই সময় ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৩৬ কোটি টাকা। আর বক্স অফিস থেকে আয় হয়েছিল ১৩০ কোটি টাকা। নিজের সেই হিট ফ্র্যাঞ্চাইজিকেই ২০২০ সালের পর্দায় ফিরিয়ে এনেছেন পরিচালক।

তবে এবারে তা সেভেন্টি এম এম স্ক্রিনের বদলে তা দেখা যাবে হাতের ছোট্ট মোবাইল ফোন কিংবা বাড়ির স্মার্ট টিভিতে। আর নায়কের ভূমিকায় গোবিন্দার (Govinda) বদলে অভিনয় করেছেন তাঁরই ছেলে বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বিপরীতে করিশ্মা অভিনীত চরিত্রে রয়েছেন আরেক তারকা সন্তান। সইফকন্যা সারা আলি খান (Sara Ali Khan)। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

সড়ক ২-এর বেহাল দশা থেকে ইউটিউবে লাইক-ডিজলাইক অপশনটি প্রকাশ্যে রাখবার সাহস দেখিয়ে উঠতে পারেননি অক্ষয় কুমার, সেই পথেই হাঁটলেন বরুণ ধওয়ানও। শনিবার প্রকাশ্যে এল বরুণ-সারা জুটির কুলি নম্বর ১-এর ট্রেলারে ‘ডিজলাইক’ অপশন বন্ধ রাখা হল। এবং প্রত্যাশা মতোই ছবির ট্রেলার নিয়ে টুইটারে ব্যাপক পরিমাণে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে। তাঁরা একেবারেই খুশি নয়, মর্ডান ডে কুলি নম্বর ১-এর ঝলক দেখে। যদিও ২৫ বছরে ছবির গল্পে কোনও বিশেষ পরিবর্তন এসেছে এমন ইঙ্গিত ট্রেলারে মেলেনি।

আরও পড়ুন: নির্বিঘ্নে মিটল মোহর-শঙ্খর গায়ে হলুদ, এবার সাত পাকে বাঁধা পড়বার অপেক্ষা, তৈরি হল ভার্চুয়াল আমন্ত্রণ কার্ড

https://twitter.com/snowflakee_____/status/1332605602716028931?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1332605602716028931%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fnetizens-trolling-varun-dhawan-sara-ali-khan-heavily-for-overacting-after-coolie-no-1-trailer-release-31606568998172.html

করোনা আবহে ২৫ ডিসেম্বর,ক্রিসমাসে সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ডেভিড ধওয়ান পরিচালিত এই ছবি।

আরও পড়ুন: বাংলাদেশে নক্ষত্র পতন! প্রয়াত অভিনেতা আলি জাকের, স্মরণ করলেন হাসিনাও

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest