গুনগুন ম্যাজিক অব্যাহত! পাঁচবার TRP তালিকায় শীর্ষে ‘খড়কুটো’, মোহর নেমে গেল নবম স্থানে

রেটিং চার্ট অনুযায়ী চলতি সপ্তাহে ৬৫৯ পেয়ে প্রথম স্থানে স্টার জলসা। জি বাংলার ঝুলিতে ৬১৮ পয়েন্ট।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টেলিভিশনের পর্দায় গুনগুন ম্যাজিক অব্যাহত। বকাঝকা খেয়েও সব মুশকিল আসান করার এক অদ্ভূত জাদুমন্ত্র জানে গুনগুন, আর সেই জাদুবলেই চুম্বকের মতো দর্শক টেনে ধরে রাখছে ‘খড়কুটো’। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় বাংলা ধারাবাহিকগুলির মধ্যে সেরা স্টার জলসার ‘খড়কুটো’।  এই নিয়ে পরপর পাঁচবার ‘বেঙ্গল টপার’, ‘স্লট লিডার’ হল সৌগুন।

আজ (বৃহস্পতিবার) রেটিং চার্ট সামনে আসতেই বাঁধা ভাঙা খুশিতে ভাসছে গোটা খড়কুটো টিম। অন্যদিকে সদ্যই ২০০ এপিসোড পূর্ণ করেছে এই ধারাবাহিক। সব মিলিয়ে ডবল ধামাকা। এই সপ্তাহে খড়কুটো দখলে ৯.৯ পয়েন্ট।

৯.৫ পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘মিঠাই’। ৮.৯ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’। অর্থাত্ তৃণার চেয়ে দু-ধাপ পরে তাঁর রিয়েল লাইফ পার্টনার নীলের ধারাবাহিক। আজই আবার দুজনের বিয়ের এক মাস পূর্তি।

আরও পড়ুন: মোহর-শঙ্খর সম্পর্কে দূরত্ব তৈরি করবে ‘রাহুল’ চট্টোপাধ্যায়! নয়া ট্র্যাক ধারাবাহিকে

৮.৫ পেয়ে গত বারের মতো এ সপ্তাহেও চতুর্থ স্থানে ‘রাণী রাসমণি’। ৮.৪ পেয়ে পঞ্চম স্থানে ‘শ্রীময়ী’। রেটিং চার্ট অনুযায়ী চলতি সপ্তাহে ৬৫৯ পেয়ে প্রথম স্থানে স্টার জলসা। জি বাংলার ঝুলিতে ৬১৮ পয়েন্ট।

সিরিয়াল রেটিং চ্যানেল স্থান
খড়কুটো ৯.৯ স্টার জলসা প্রথম
মিঠাই ৯.৫ জি বাংলা দ্বিতীয়
কৃষ্ণকলি ৮.৯ জি বাংলা তৃতীয়
করুণাময়ী রাণি রাসমণি ৮.৫ জি বাংলা চতুর্থ
শ্রীময়ী ৮.৪ স্টার জলসা পঞ্চম
দেশের মাটি ৮.২ স্টার জলসা ষষ্ঠ
যমুনা ঢাকি ৮.০ জি বাংলা সপ্তম
অপরাজিতা অপু ৭.৭ জি বাংলা অষ্টম
মোহর ৭.৪ স্টার জলসা নবম (যৌথ)
মহাপীঠ তারাপীঠ ৭.৪ স্টার জলসা নবম (যৌথ)
গঙ্গারাম ৬.৯ স্টার জলসা দশম

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest