প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সুমিত্রা ভাবে

বলা হয় একা হাতে মরাঠি ছবিকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে গেছিলেন সুমিত্রা দাভে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক-লেখক সুমিত্রা ভাবে। সোমবার পুনের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। যদিও তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। অবশেষে এ দিন সকালে মৃত্যু হয় তাঁর।

সুমিত্রা ভাবের অন্যতম সহযোগী সুনীল সুখথাঙ্কর জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেতা মোহন আগাসে-কে নিয়ে ‘দ্য হ্যাপি লাইভস অফ ওল্ড পিপল’ নামের একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। সেই কাজ চলাকালীনই ফুসফুসের সমস্যা দেখা যায় সুমিত্রা দেবীর।

আরও পড়ুন: ‘তোমার খেলায় তোমাকেই হারাব’, পয়লা বৈশাখে প্রকাশ্যে ‘গোলন্দাজ’ ছবির টিজার

মারাঠি ছবির দুনিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন সুমিত্রা। পরিচালক সুনীল সুখথানকরের সগ্নে জুটি বেঁধে চিত্র পরিচালনা করেছেন তিনি। তাঁর শেষ উল্লেখযোগ্য কাজ ২০১৭তে মুক্তিপ্রাপ্ত ছবি জাতীয় পুরস্কার জয়ী  ‘কাসভ’। এ ছাড়াও ‘বাই’, ‘পানি’র মতো ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।

বলা হয় একা হাতে মরাঠি ছবিকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে গেছিলেন সুমিত্রা দাভে। ছবি সমালোচকদের কথায় মারাঠি ছবির প্রতি দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন তিনি। ছবি পরিচালনার পাশাপাশি সমাজকর্মীও ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে সিনেজগতে শোকের ছায়া। অভিনেতা নীনা কুলকর্ণি লেখেন, “দৃঢ় সামাজিক বার্তা, নারী স্বাধীনতার পক্ষে সওয়াল-ই তাঁর ছবিকে আলাদা করে তুলেছিল। শর্ট হোক, ফিচার হোক বা সিরিজ– তাঁর সৃষ্টির মধ্যে দিয়েই ফুটে উঠত তাঁর চিন্তা।” মডেল-অভিনেতা মিলিন্দ সোমান থেকে শুরু করে প্রযোজক নিখিল মহাজন, সুহ্রুদ গোড়বলেও শেষশ্রদ্ধা জানিয়েছেন শিল্পীকে।

আরও পড়ুন: বনির সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ‘হিয়া’ অনামিকা, আসছে জতুগৃহ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest