Site icon The News Nest

Noti Binodini: জ্বরে কাবু রুক্মিণী-সহ ‘নটী বিনোদিনী’র গোটা টিম! আপাতত বন্ধ ছবির শুটিং

noti

আপাতত বন্ধ রাখতে হলে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর শুটিং। ছবির বিনোদিনী মানে রুক্মিণী মৈত্র-সহ গোটা ইউনিটের বেশির ভাগ সদস্যই ভাইরাল জ্বরে আক্রান্ত। সকলের একসঙ্গে এমন অদ্ভুত ধুম জ্বর হওয়ায় ইউনিটের সকলেই একটু আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিচালক নিজে সোমবার ইনস্টাগ্রামে সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে ছবি পোস্ট করে রামকমল মুখোপাধ্যায় লেখেন, ‘টিম বিনোদিনী এক নাটির উপাখ্যানের সদস্যরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন! আপনারা যোদ্ধা, জাননি আপনারা সুস্থ হয়ে উঠবেন।’ রাম কমল আরও লেখেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে বিনোদিনী মূল অভিনেতা এবং টিমের অন্যান্য সদস্যরা শুটিংয়ে ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী মৈত্রের সঙ্গে অসুস্থ আমার পুরো ডিরেক্টরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট এবং হেয়ার মেকআপ টিম। সকলেই এই ভাইরাল, জ্বরের মাত্রও বেশি। সকলেই চিকিৎসা এবং সতর্কতার মধ্যেই রয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করছি।’ সবশেষে পরিচালক লিখেছেন, ‘হরি গুরু, গুরু হরি।’

আরও পড়ুন: Dev: এক চোখে বাঁধা ব্যান্ডেজ! বাঘা যতীনের শ্যুটিংয়ে চোট পেলেন দেব

এই বিষয়ে রুক্মিণীকে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান তিনি খুবই অসুস্থ। তাঁর কথায়, ‘‘পরশু রাতেও আমি দিব্যি শুটিং করে বাড়ি ফিরলাম। তার পর যে কী হল! আমার ভীষণ জ্বর। ১০৩-১০৪ পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে। কিছুতেই কমছে না। এখনও ১০২ জ্বর রয়েছে। আমি জানতে পারলাম গোটা টিমের একই অবস্থা। কোনও দিন এমন দেখিনি। কোভিডের মধ্যেও আমি মুম্বইয়ে শুটিং করেছি। কারও কিছু হয়নি। এ বার দেখছি হঠাৎ সবার জ্বর। পরিচালকের গোটা টিম, আমার নিজস্ব স্টাইলিং টিম— কেউ বাদ নেই। কী করে এমন হল কে জানে। মনে হচ্ছে, যেন ভৌতিক ঘটনা!’’

স্বাভাবিক ভাবেই ছবির সঙ্গে যুক্ত সকলের মনের অবস্থা এখন খুব ভাল নয়। সকলেই চেষ্টা করছিলেন, ছবির কাজ দ্রুত শেষ করার। রুক্মিণী নিজে ঐতিহাসিক চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে কোনও রকম ত্রুটি রাখছিলেন না। প্রচুর ওয়ার্কশপ করেছেন এই ছবির জন্য। ছবিতে রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু, মীরের মতো অভিনেতারা।

আরও পড়ুন: Oscars 2023: অস্কারের মঞ্চে দীপিকাকে দেখেই ভোলবদল কঙ্গনার, কী লিখলেন?

 

Exit mobile version