Nusraat Hospitalized: Bandage tied to the eyes, the hospital! What happened to the nusraat faria

Nusraat Hospitalized: হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট নুসরাতের, কিসের জন্য হল অস্ত্রোপচার?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দুই বাংলার অতি প্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার পাশাপাশি টলিগঞ্জের একাধিক ছবিতে কাজ করেছেন ঢালিউডের এই সুন্দরী। কিন্তু হঠাৎ করেই হাসপাতালে ভর্তি নুসরাত। সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা। কী হয়েছে তাঁর?

নুসরত ফেসবুকে হাসপাতালের বিছানায় বসে একটি ছবি পোস্ট করেন। বাঁ চোখ জুড়ে ব্যান্ডেজ। ক্যাপশনে লেখা- ‘বিরতি নিচ্ছি… যতদিন না সুস্থ হয়ে উঠি’। নুসরাতের মা প্রথম আলো সংবাদ মাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল মেয়ের।

আরও পড়ুন: Jailer movie : রজনীকান্তের ‘জেলার’ সিনেমা দেখতে জাপান থেকে চেন্নাইয়ে দম্পতি

রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে নুসরাতের। তবে চিন্তার কোনও কারণ নেই। অপারেশন সফল হওয়ার পর ঘন্টাখানেক পর্যবেক্ষণে রাখার পর রাতে তাঁকে ছুটি দেওয়া হয়েছে।

ফেরদৌসী বেগম বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’ চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে অভিনেত্রীর। তারপর শ্যুটিং সেটে ফিরতে পারবেন তিনি।

আরও পড়ুন: Chaleya: ৫৭-তেও তিনি ‘কিং অফ রোম্যান্স’! চলেয়া গানে ভালোবাসার ম্যাজিক ছড়ালেন শাহরুখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest