করোনা আবহে জমজমাট অষ্টমী, সুরুচি সংঘে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা, নিখিল-নুসরত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বছরের মতো এবছর স্বামী নিখিল জৈনের সঙ্গে সুরুচি সংঘে অষ্টমীর অঞ্জলি দিলেন নুসরত জাহান। বিয়ের পর দ্বিতীয় দূর্গাপুজো এই জুটির। অন্যদিকে নব দম্পতি সৃজিত-মিথিলারও এদিন দেখা মিলল অঞ্জলি পর্বে।

প্রতিবছরই সমস্ত নিয়ম মেনে উপোস করে অষ্টমীর অঞ্জলি দেন নুসরত। এবারও লাল পাড় সারা শাড়ি পরে সময়মতো অঞ্জলি দিতে হাজির নুসরত। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। গত বছরই নুসরত জানিয়েছিলেন নিখিলকে ধীরে ধীরে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। এদিন দুধে আলতা পঞ্জাবিতে সেজেছিলেন নিখিল। করোনাবিধি মেনে দুজনের মুখেই ছিল মাস্ক।

এই বছরই প্রথম সুরুচি সংঘে দূর্গা অষ্টমির অঞ্জলি দিলেন সৃজিত ঘরনি মিথিলা। বিয়ের পর এটাই সৃজিত-মিথিলার প্রথম দূর্গাপুজো। ঘন গোলাপি শাড়িতে পাওয়া গেল মিথিলাকে, লাল পঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আলিপুরে এখন নুসরতের শ্বশুরবাড়ি, তাই সুরুচি এখন নায়িকার পাড়ার পুজো। দ্রুত করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাক মানবজাতি- মায়ের কাছে যেন এই প্রার্থনাই এদিন করলেন নুসরত।

আরও পড়ুন: দুর্গাপুজো কিভাবে কাটাচ্ছেন সদ্য বাবা – মা হওয়া ‘হিয়ান’ জুটি?

অঞ্জলি শেষে ঢাকের তালে কোমরও দোলালেন নায়িকা। ঢাক বাজালেন অরূপ বিশ্বাস-নিখিল জৈন। পুজোয় মুক্তি পেয়েছে নুসরতের SOS কলকাতা, সেই ছবির সাফল্যও এদিন কামনা করলেন নায়িকা।

তবে করোনা সংক্রান্ত সব সুরক্ষাবিধি অক্ষরে অক্ষরে পালন করলেন তারকারা। হাত স্যানিটাইজ করে নিলেন পুজোর ফুল। বজায় রাখলেন সামাজিক দূরত্বও। মুখে সারাক্ষণ মাস্ক এঁটে থাকতে দেখা গেল সকলকে। সুযোগ বুঝে পুজোর ফাঁকে গ্রুপফিতেও বন্দি হলেন নুসরত-নিখিল ও সৃজিত-মিথিলা। সেই ছবি টুইট করে অষ্টমীর শুভেচ্ছা জানান সৃজিত। জবাবে নুসরত লেখেন- ‘তোমাদের দুজনের সঙ্গে দেখা করে দারুণ লাগল সৃজিত ও মিথিলা’।

আরও পড়ুন: অষ্টমীর দিন ধুতি পরল ইউভান, মায়ের কোলে চেপে জানাল শারদীয় শুভেচ্ছা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest