এক মাস আগেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকে। সেই সময় অভিনেত্রীর বাড়ির লোক অভিযোগ তোলেন পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিকের দিকে। এবার প্রায় একই রকম ঘটনা ঘটল অভিনেত্রী রশ্মিরেখা ওঝার। ভুবনেশ্বের বাড়ি থেকে উদ্ধার হল অভিনেত্রীর ঝুলন্ত দেহ। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওড়িয়া টিভি সিরায়ালের জনপ্রিয় অভিনেত্রী। রশ্মিরেখার (Rashmi Rekha Ojha) ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।
তদন্তকারীরা জানিয়েছেন, নয়াপল্লির ভাড়াবাড়িতে একটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রশ্মিরেখার দেহ পাওয়া যায়। ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। তাতে লেখা, ‘তোমাকে মিস্ করছি বাবা। ওপর থেকেও তোমাকে মিস্ করব।’ সঙ্গে আরও লেখা, ‘আমি খুব খারাপ মেয়ে!’ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ভুবনেশ্বর পুলিশ। যদিও পুলিশের এক শীর্ষকর্তার দাবি, ‘‘প্রাথমিক ভাবে একে আত্মহত্যা মনে হচ্ছে। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি আমরা।’’
আরও পড়ুন: বেসুরো গান গেয়ে বিপাকে হিরো আলম, গ্রেফতারের দাবিতে বাংলাদেশে একজোট হল মানুষ
শনিবার রাতের এই ঘটনায় মেয়ের ওই সঙ্গীকেই দুষছেন বাবা। রশ্মিরেখার বাবা জানিয়েছেন, ‘‘শনিবার মেয়েকে বার বার ফোন করলেও তা বেজে গিয়েছিল। পরে সন্তোষ আমাদের মেয়ের মৃত্যুর খবর জানায়। সে সময় ওই বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারি, সন্তোষ এবং রশ্মি স্বামী-স্ত্রী হিসাবে ওখানে থাকছিলেন। এ নিয়ে আমাদের কোনও ধারণা ছিল না।’’
ওড়িয়া টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিরেখা জগৎসিংহপুরের বাসিন্দা। ‘কেমিটি কাহিবি কহা’ নামে একটি ধারাবাহিকে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ তরুণ মজুমদার, SSKM হাসপাতালে ভরতি কিংবদন্তি পরিচালক