ওয়েব ডেস্ক: লকডাউনে অঙ্কুশের বাড়িতেই রয়েছেন তাঁর বান্ধবী ঐন্দ্রিলা সেন, সে কথা তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। কিন্তু হঠাত্ অঙ্কুশের উপর চটলেন ছোটপর্দার ফাগুন বউ! গার্লফ্রেন্ডের হাতে কষিয়ে চড় খেলেন অঙ্কুশ। ভাবছেন কাণ্ডটা কী?
শনিবার ইনস্টাগ্রামে একটি মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন ঐন্দ্রিলা। যেখানে খুব মিষ্টিভাবে অঙ্কুশকে নেটফ্লিক্সের মানি হায়েস্ট সিরিজের ভাইরাল ‘বেলা চাও’ গানটি গাইবার অনুরোধ করেন ঐন্দ্রিলা। অম্লানবদনে রাজি হয়ে যান অঙ্কুশও। কিন্তু গান শুরু হতেই দেখা যায় এই ইতালিয় লোকগানের লিরিক বদলে নিজের ইচ্ছায় যা খুশি তাই শব্দ আওড়াচ্ছেন অঙ্কুশ।শেষে তো বলিউডের জোয়ারে ভেসে মার্ডার ছবির ‘দিল কো হাজার বার রোকা’ গানের লিরিস জুড়ে দেন অভিনেতা। তাতেই রেগে গিয়ে অঙ্কুশকে থাপ্পড় মারলেন ঐন্দ্রিলা। আর ক্যাপশনে লিখলেন, ‘ ওভার কনফিডেন্সের ফল’।
যদিও অঙ্কুশ বুঝেই উঠতে পারেননি তাঁর দোষ কোথায়। একই ভিডিয়ো ফেসবুকে শেয়ার করে অঙ্কুশ লেখেন, ‘যা বাবা! যা বললো তাই তো করলাম… অদ্ভূত’।
অঙ্কুশ-ঐন্দ্রিলার এই মজাদার খুনসুটি দেখে হেসে লুটোপাটি খাচ্ছেন টলিউড তারকারা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘সত্যি তোরাই পারিস’। রাজ চক্রবর্তীর বললেন, তোদের দু’জনকে অনেক ভালোবাসা। মনামী ঘোষ কমেন্ট বক্সে লেখেন, ‘মারাত্মক ভালো হয়েছে’। অঙ্কুশ-ঐন্দ্রিলার এই মজাদার ভিডিয়োর প্রশংসা করেছেন শ্রাবন্তী, গৌরব চট্টোপাধ্যায়রাও।
আরও পড়ুন: ঋষি কাপুরের মৃত্যুর পরেই তৈমুরের চুল কাটায় নেটিজেনদের তোপে করিনা
এর আগে ঐন্দ্রিলার হাতে ঝাঁটা পেটাও খেতে হয়েছিল অঙ্কুশকে। করোনা রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিতে একটা মজাদার ভিডিয়ো তৈরি করেছিলেন এই জুটি।সেখানেই প্রেমিক মেজাজে বেডরুমে ঐন্দ্রিলার কাছে ঘেঁসলে বেঁকে বসেছিলেন ফাগুন বউ। রীতিমতো ঝাঁটা নিয়ে তেড়ে গিয়েছিলেন অঙ্কুশে দিকে। বক্তব্য একটাই-‘আমার করোনা ভাইরাস হলে কে দেখবে’? শুধু তাই নয় ভিডিয়োতে খালপাড়ার শাহরুখ খান বলেও অঙ্কুশকে কটাক্ষ করলেন ঐন্দ্রিলা!
তবে এই লকডাউনে নিজের সেই দক্ষতাতে আরও ভালো করে শান দিলেন অঙ্কুশ হাজরা। এর হৃতিক রোশনের ঘুঙরুতে ঝড় তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে লিখেছিলেন,’আমার তরফ থেকে গ্রিকগডকে সামান্য শ্রদ্ধার্ঘ্য, এক ইঞ্চিও তাঁর ধারেকাছে পৌঁছতে পারিনি। তবুও আমার একটু ছোট্ট চেষ্টা’। আর এবার তাঁর ভালোবাসার দুই নায়কের জন্য ছোট্ট ট্রিবিউট। একজন বলিউডের এবং একজন অবশ্যই টলিউডের।
জমজমাট দুটি গানে ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিয়োতে কাঁপিয়ে দিয়েছেন অঙ্কুশ। ক্যামেরার ওপারে ছিলেন স্বয়ং ঐন্দ্রিলা। এই ভিডিয়ো শেয়ার করে অঙ্কুশ লেখেন,’অনেক দুঃখের মাঝেও পৃথিবীতে একটুকরো পজেটিভ এনার্জি দেওয়ার জন্যই আমার এই উদ্যোগ। জানি সফল নই,তবুও আমার নৃত্যগুরুদের জন্য এক ফ্যানের তরফে শ্রদ্ধাজ্ঞাপন’। অঙ্কুশের এই চমকপ্রদ ফ্যান বয় মোমেন্টের সঙ্গে কোমর দোলাতে বাধ্য হবেন আপনিও। টলিউডের অভিনেতা ডান্সার আরও একবার দেখিয়ে দিলেন নিষ্ঠা আর একাগ্রতা থাকলে কতদূর যাওয়া যায়।
আরও পড়ুন: হাসপাতালে ফুল না ছড়িয়ে পিপিই পাঠান, ক্ষুব্ধ বহু নেটনাগরিক