সদ্য সাতপাকে বাঁধা পড়লেন বাংলা টেলিভিশন জগতের সুপরিচিত মুখ মিমি ও ওম। একটু ছক ভাঙ্গা নিয়মেই বিয়ে করেন এই দম্পতি। রীতিমত বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মিমি বিয়ে করেন ওম-মিমি। বিয়ের মঞ্চে ধ্বনিত হয় রবীন্দ্রনাথের আনন্দলোকে মঙ্গলালকে। এছাড়াও সংস্কৃত মন্ত্রের ইংলিশ উচ্চারণ হয় ওই মঞ্চে। বিয়েতে হয়নি কন্যা সম্প্রদান, বিয়ের সময় বরের কপালেও সিঁদুর তুলে দেন ।
ওম বিহারি হলেও অভিনেতা বাঙালি নিয়মেই সামাজিক বিয়ে করতে চেয়েছিলেন আর কথামতো ৩ তারিখে সোশ্যাল ম্যারেজে কথা মতো তাই করলেন। অবশ্য বিয়ের আগে আইবুড়োভাত, সঙ্গীত, আর গায়ে হলুদের অনুষ্ঠান সবই পালন করেছেন বেশ জাঁকজমক ভাবে।
বিয়ের দিন মিমি লাল টুকটুকে বেনারসিতে আর গা ভর্তি সোনার গয়না অভিনেত্রীকে রাজরানির মতো দেখতে লাগছিল অন্যদিকে ওম কিছু কম নন। বিয়ের সন্ধ্যেতে অভিনেতা মাথায় টোপর মাথায় ধুতি পাঞ্জাবি পড়ে ছাদনাতলায় হাসতে হাসতে হাজির হন। রাজ্যের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক নিজের হাতে বৈদিক নিয়মে বিয়ে দিলেন ওম-মিমির।
আরও পড়ুন: ফুলশয্যার রেশ কাটতে না কাটতেই রাধিকা-কর্ণের জীবনে তৃতীয ব্যক্তির আগমন, কে এই জাহ্নবী
গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান। ঘরোয়া আমেজে পরিবার আর কাছের বন্ধুদের নিয়ে হয় মিউজিক্যাল রিসেপশান। অভিনেত্রীকে সঙ্গ দিতে ছিলেন কাছের তিন বান্ধবী সানন্দা, সান্তয়নী গুহঠাকুরতা এবং দেবপর্ণা চক্রবর্তী। রিসেপশানের দিনে ওমের পরণে ছিল সবুজ শেরওয়ানি আর মিমি নীল রঙের কাঞ্জিভরম শাড়ি আর খোলা চুলে ফুলের সাজ আত গা ভর্তি সোনার গহনাতে সেজেছিলেন৷
রিসেপশানের দিন গানের তালে কখনো বাংলা গান তো কখনো হিন্দী গানে নেচেছিলেন। গান আর নাচে জমজমাট হয়ে উঠেছিল রিসেপশনের পরিবেশ। এর মাঝেই ওম মিমি হয়তো তোমারই জন্য গানে পারর্ফমেন্স করলেন। নিমেষে এই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
২০১১ সালে প্রথম দেখা হয় এই জুটির। রূপসী বাংলার আলোর বাসা ধারাবাহিক দিয়েই একসঙ্গে কাজ করেন এরা। এই ধারাবাহিক শেষ হওয়ার পর আর যোগাযোগ হয়নি এদের। শেষে ২০১৭ সালে ফের দেখা হয় এই জুটির। ভালো লাগা পরিণত হয় শুভ পরিনয়ে।
আরও পড়ুন: ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন নীল, শ্বশুরবাড়ির সকলের জন্য বানালেন চা তৃণা!