Oscar 2023: Malala Yousafzai debuts at the Oscars, Praised For Her Response To Jimmy Kimmel's Joke

Oscar 2023: সিলভার হুডেড গাউনে অস্কারের মঞ্চে মালালা, কনিষ্ঠ নোবেল জয়ী দিলেন শান্তির বার্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অস্কার সন্ধ্যায় এই প্রথম দেখা গেল নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালার সঙ্গী ছিলেন স্বামী অসর মালিক। স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবিটি মনোনীত হয়েছিল সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে। এই ছবির প্রযোজক মালালা, আর সেই সূত্র ধরেই এ বছর তাঁর লস অ্যাঞ্জেলেস যাত্রা।

পুরস্কার না পেলেও অস্কারের মঞ্চে মালালার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  মাথায় ওড়নার বদলে ছিল হুড। যা আবার ছিল লম্বা ঝুলের সেই গাউনেরই অংশ। ‘কাউল’ নেকলাইনের জন্য গাউনটি দেখতে হয়েছিল অন্য রকম! কানে ঝোলা দুল, হাতে হিরের আংটি ও হিলতলা জুতোর মেলবন্ধনে বেশ নজরে পড়ার মতো হয়েছিল মালালার সাজ। জমকালো পোশাক আর লাল লিপস্টিকে তাঁকে মানিয়েছিল বেশ।  তাঁর স্বামী পরেছিলেন একটি ক্লাসিক কালো ল্যাপেল জ্যাকেট, সাদা শার্ট এবং ম্যাচিং কালো প্যান্ট।

 

View this post on Instagram

 

A post shared by Malala Yousafzai (@malala)

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্বে এবার ছিলেন বিখ্যাত কমেডিয়ান জিমি কিম্মেল। দর্শক আসনে বসে থাকা মালালাকে করা একটি প্রশ্নের উত্তর নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দর্শক আসনে বসে থাকা মালালার কাছে গিয়ে জিমি জিজ্ঞেস করেন, নারী ও শিশুদের শিক্ষা প্রসারে অবদানের পাশাপাশি মানবাধিকার নিয়ে তাঁর কাজ সকলের প্রশংসা কুড়িয়েছে। একজন কনিষ্ঠ নোবেল বিজয়ী হিসেবে তাঁর কি মনে হয় হ্যারি স্টাইল সত্যিই কি ক্রিস পাইনের মুখে থুথু ফেলেছিল? প্রশ্নের উত্তরে মালালা বলেন, আমি শুধু শান্তির কথা বলি। হাসির রব শোনা যায় গোটা দর্শকাসন থেকে।

আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে, ধৃত দু’জনেরই বাড়ি গুজরাতে

প্রশ্নটির চমৎকার উত্তর দেওয়ার জন্য মালালা যথেষ্ট প্রশংসিত হন। অনেকে বলেছেন, ভুলটাকেও ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন মালালা। অনেকে তাঁর পোশাকের প্রশংসা করে লিখেছেন, যেমন সুন্দর পোশাক তেমনই সুন্দর কথাবার্তা।  ভিডিওটি ভাইরাল হতেই মালালা আবার সেই টুইটটিকে রিটুইট করে লেখেন, মানুষের সঙ্গে কথা বলার সময় উদারতার পরিচয় দেওয়া উচিত।

আসল বিষয়টি হল ডোন্ট ওয়ারি ডার্লিংয়ের স্ক্রিনিংয়ের সময় ক্রিস পাইন বলেন হ্যারি স্টাইল নাকি তাঁর উপরে থুথু ছিটিয়েছেন। মালালাকে করা জিমির প্রশ্নের প্রেক্ষাপট ছিল এই উক্তি। পরে অবশ্য ক্রিস পাইন জানান, এমন কিছুই হয়নি। পুরোটাই মজা করে বলা।

আরও পড়ুন: Noti Binodini: জ্বরে কাবু রুক্মিণী-সহ ‘নটী বিনোদিনী’র গোটা টিম! আপাতত বন্ধ ছবির শুটিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest