ZEE5-এর সিরিজে ক্ষুদিরাম বসু ‘মোস্ট ওয়ান্টেড’! যে কারণে সোশ্যাল মিডিয়া এখন সরগরম ওয়েব সিরিজ ‘অভয় ২’ (Abhay 2) নিয়ে।
স্বাধীনতা দিবসের ঠিক আগে ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে (ZEE5) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ অভয় টু (Abhay2)। কুণাল খেমু অভিনীত এই ছবি ওয়েব সিরিজের দ্বিতীয় এপিসোডের একটি দৃশ্য থেকেই চোখ কপালে উঠে বাঙালির। যেখানে দেখা যায় পুলিশ স্টেশনে মোস্ট ওয়ান্টেডের বোর্ডে ঝোলানো রয়েছে দেশের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর ছবি। গত দুদিনে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। বাঙালি তথা গোটা দেশের প্রণম্য, বিপ্লবী বীরের এই অপমান মেনে নেননি নেটিজেনরা।
আরও পড়ুন: ‘তাসের ঘর’ সাজাচ্ছেন স্বস্তিকা! ‘একক অভিনয়’ দেখতে চোখ রাখুন হইচইয়ের পর্দায়
বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠন কার্যত হইহই করে নেমে পড়ে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ক্যাম্পেইন এমন জায়গায় পৌঁছে যায় যা নিয়ে রীতিমতো শঙ্কিত হয়ে পড়ে ওটিটি প্ল্যাটফর্মটি। ফেসবুক পেজের লাইকের সংখ্যা হুহু করে কমতে শুরু করে। টুইটারেও কমে যায় ফলওয়ার সংখ্যা। ওটিটি প্ল্যাটফর্ম এবং পরিচালকের তরফে আগেই বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছিল। সঙ্গে বলা হয়েছিল যে, এপিসোডের ওই অংশে ক্ষুদিরাম বসুর ছবি ব্লার করে দেওয়া হয়েছে। যদিও তাতেও কমেনি ক্ষোভের আগুন। সেই কারণে শেষ পর্যন্ত ‘জি-৫ প্রিমিয়াম’ বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ওই দৃশ্য থেকে ক্ষুদিরামের ছবি সরিয়ে দেওয়া হয়েছে।
— ZEE5Premium (@ZEE5Premium) August 17, 2020
সোমবার রাতে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তাঁদের তরফে জানানো হয়, ‘আমরা অভয় ২-এর ওই দৃশ্যের ছবিটি বদলে দিয়েছে। এই ঘটনা সম্পূর্ন অনঅভিপ্রেত এবং আমরা ক্ষমাপ্রার্থী। ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসাবে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমরা ভারতীয় ব্র্যান্ড হিসাবে গর্বিত। এবং শুরু থেকেই আমরা একাধিক শো এবং কনটেন্ট হাজির করেছি যা আমাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে তুলে ধরে। আমরা অনুরোধ করছি এর মধ্যে কোনওরকম রাজনীতির রঙ লাগাবেন না এবং আমাদের এই নিঃশর্ত ক্ষমা গ্রহণ করুন। আমরা আশা রাখছি দর্শকরা ভবিষ্যতেও তাঁদের বিশ্বাস এবং ভরসা আমাদের উপর বজায় রাখবেন বৃহত্তর প্রেক্ষাপটে’।
আরও পড়ুন: ২০২০ কে যোগ্য জবাব দিতে আসছে বিগ বস, নতুন প্রোমোয় ঘোষণা সলমন খানের