Padatik: Srijit Mukherji Announce New Series On Mrinal Sen's life, Two More Movies Are Coming

Padatik: মৃণাল সেনের জীবন কাহিনি নিয়ে নতুন সিরিজ সৃজিতের, আসছে আরও দুই সিনেমা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৪ মে, ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen’s Birth Day) ৯৯তম জন্মতিথি।  তাঁর জন্মদিনেই নতুন ওয়েব সিরিজ তৈরির খবর শেয়ার করে পরিচালকে বিশেষ শ্রদ্ধা জানালেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ৯৯। আজ তিনি নেই, কিন্তু বাঙালির মননে, বাঙালির জীবনে অক্ষত তাঁর সৃষ্টি। এদিন সকালে সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন সিরিজ ‘পদাতিকে’র পোস্টার ভাগ করে নেন। এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, , ‘সেই লকডাউনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।’

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

আরও পড়ুন: Munawar Faruqui: শো জিতে এ কোন রহস্যময়ীর সঙ্গে পার্টি করলেন মুনাওয়ার?

তবে শুধু সৃজিতই নয়। মৃণাল সেনকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবেন টলিউডের আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার সে খবর শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন। কুণালের কথায়, ‘আজ আমার বাবার বয়স হত ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পুর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার উপর নির্ভর করে টলিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে। এক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবা জীবনের উপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। সেটির নাম দিয়েছেন ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন চালচিত্র। এটি একটি পার্সোনাল ফিচার। বাবা ও অঞ্জন দত্তর কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষা করছি।’

বাঙালি নিঃসন্দেহে উচ্ছ্বসিত মৃণাল সেনের জীবন সম্পর্কিত তিনটি কাহিনি পর্দায় দেখতে। তবে প্রশ্ন হল মৃণাল সেনের ভূমিকায় কে বা কারা মানানসই হবেন? ছবির কাস্টিং নিয়ে এখনও কিছুই প্রকাশ্যে আনেননি সৃজিত-সহ অপর দুই পরিচালক।

আরও পড়ুন: Sherdil: অপেক্ষার অবসান, জানা গেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবির মুক্তির দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest