Pallavi Dey: Sagnik's 'girlfriend' would enter the flat in Pallavi's absence! Who is that mysterious girl?

Pallavi Dey: পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে ঢুকতেন সাগ্নিকের ‘বান্ধবী’! কে সেই রহস্যময়ী?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু যেন গতকাল নাড়া দিয়ে গিয়েছে গোটা টলিউডকে। অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মাত্র ২০-২১ দিন আগেই গড়ফায় কে পি রায় লেনের ফ্ল্যাট ভাড়া করে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন পল্লবী ও সাগ্নিক (Sagnik Chakraborty)। পেশাগত জগতে এবং বন্ধু-বান্ধবদের কাছে এটি লিভ ইন রিলেশনশিপ হলেও গড়ফার ওই ফ্ল্যাটের বাসিন্দারা কিন্তু জানতেন তাঁরা স্বামী-স্ত্রী। ফ্ল্যাটের কেয়ার টেকারের থেকেই জানা যায় যে তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয়েই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সব শেষ।

এসবের মাঝেই সামনে আসছে পল্লবীর পার্টনার সাগ্নিকের চরিত্র নিয়ে সব চাঞ্চল্যকর খবর। পল্লবী শ্যুটে গেলে যে মহিলাকে বাড়িতে আনতেন সাগ্নিক তিনি নাকি অভিনেত্রীরই বান্ধবী। গড়ফার গাঙ্গুলী বাগানের ফ্ল্যাটে আসতেন পল্লবীর অনুপস্থিতিতে। আর এই নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াও হত অনেক। এমনকী, অভিনেত্রীর বাবার দাবি বউ থাকা সত্বেও পল্লবীকে নিয়ে লিভ ইন করার ব্যাপারটা পুরোটাই জানত সাগ্নিকের মা। তবে এর মধ্যেই এত চাঞ্চল্যকর তথ্য ঘুরে ফিরে আসছে যে বান্ধবীকে নিয়ে আসতেন সাগ্নিক তিনিও নাকি টলিপাড়ার অভিনেত্রী।

আরও পড়ুন: Sherdil: অপেক্ষার অবসান, জানা গেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবির মুক্তির দিন

এ বিষয়ে জানতে চেয়ে পল্লবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের তরফ থেকে জানানো হয় ফ্ল্যাটের প্রতিবেশীদের তরফ থেকে তাঁরাও একথা শুনেছেন তবে তিনি টলিপাড়ার অভিনেত্রী কি না সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পল্লবীর পরিবার। এদিকে, সাগ্নিকের সাথে পল্লবীর বাড়ির লোকের সম্পর্ক ভালো ছিল বলেই জানা যাচ্ছে। শেষ তিনদিন আগে পল্লবী তাঁর বাড়িতে ফোন করেছিল।

পল্লবীকে সাগ্নিক মারধর করত বলেই দাবি। এমনকী, অভিনেত্রীর গায়ে মারধরের চিহ্নও নাকি দেখেছেন সহকর্মীরা। অনেকেই দাবি করছেন এই ভালোবাসার সম্পর্ক আসলে ছিল ‘বিষাক্ত’। তাই এত অল্প বয়সেই প্রাণ হারাতে হয় পল্লবীকে।

আরও পড়ুন: Pallavi Dey Death: সাগ্নিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের পল্লবীর দিদির

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest