ভারতীয় মার্গসঙ্গীতের উজ্জ্বল জ্যোতিষ্ক পণ্ডিত যশরাজের জীবনাবসান হয়েছে। নিউজার্সিতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হন এই সঙ্গীত সাধক।। বয়স হয়েছিল ৯০ বছর।
পণ্ডিত যশরাজের পরিবার সূত্রে খবর, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শাস্ত্রীয় সংগীতের জন্যে ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন ‘পণ্ডিত জি’। রয়েছে বহু বিদেশি পুরস্কার ও সম্মানও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীকূল।
হরিয়ানার ফতেহাবাদের শাস্ত্রীয় সাঙ্গীতিক পরিবারের জন্ম র। ছেলেবেলায় বাবা চেয়েছিলেন ছেলে বড় তবলাবাদক হবে। যশরাজও তেমন ভাবেই তালিম নিচ্ছিলেন। কিন্তু একদিন কিংবদন্তি বেগম আখতারের কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনে বদলে ফেলেন সিদ্ধান্ত; তিনিও শাস্ত্রীয় সঙ্গীত গাইবেন। তখনকার দিনে সারেঙ্গি, তবলাবাদকদের মূল্যায়ন-ই নাকি হত না। যশরাজ প্রতিজ্ঞা করেন, মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত গাইতে না পারলে তিনি চুল কাটবেন না। তার জন্য অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দুবছরের মাথায়, মাত্র ১৬ বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীত গাইতে শুরু করলেন।
আরও পড়ুন: আরও একটা মৃত্যুশোকে বিধ্বস্ত বি-টাউন! প্রয়াত ‘দৃশ্যম’ খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত
বাবা পণ্ডিত মতিরামের কাছেই প্রথম শাস্ত্রীয় সংগীতের তালিম নেন যশরাজ। কিন্তু সেই তালিম পূর্ণ হওয়ার আগেই মাত্র চার বছর বয়সে বাবাকে হারান যশরাজ। তাঁর বড় দাদা, পণ্ডিত প্রতাপ নারায়ণও শাস্ত্রীয় সংগীতের একজন মহান শিল্পী ছিলেন, যাঁর দুই ছেলে যতীন-ললিত পরবর্তীকালে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে প্রভূত খ্যাতি অর্জন করেন।
গুজরাতের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নিয়েছিলেন যশরাজ। ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন পণ্ডিত যশরাজ। সারা বিশ্বেই ভারতীয় শাস্ত্রীয় সংগীত বললেই একবাক্যে উঠে আসত যশরাজের নাম। সেই তিনিই এবার চলে গেলেন অচীনপুরে। বেশ কিছু দিন আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পণ্ডিত জসরাজের নামে একটি ছোট গ্রহের নামকরণ করে। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে এই দুর্লভ সম্মান পেলেন পণ্ডিত জসরাজ। তাঁর নামে গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘পণ্ডিত যশরাজ (৩০০১২৮)’।
তাঁর নামে একখণ্ড চাঁদের নাম রাখা হয়েছিল।সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ নামে মিউজিকাল ড্রামার ভূয়সী প্রশংসা করেন তিনি। যশরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
আরও পড়ুন: ‘তাসের ঘর’ সাজাচ্ছেন স্বস্তিকা! ‘একক অভিনয়’ দেখতে চোখ রাখুন হইচইয়ের পর্দায়