Parambrata chatterjee shares his bangladeshi venture ajob karkhana poster

বাংলাদেশি রকস্টারের চরিত্রে পরমব্রত, ‘আজব কারখানা’র পোস্টার শেয়ার করলেন অভিনেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০১৯ সালেই শোনা গিয়েছিল যে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছেন। পরিচালক তথা সাংবাদিক শবনম ফিরদৌসের পরিচালনায় ‘আজব কারখানা’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত। যে ছবি এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও (KIFF) দেখানোর কথা ছিল। তবে বাদ সাধল অতিমারী। চলচ্চিত্র উৎসব বাতিল হয়ে যাওয়ায় সেই ছবিও দেখতে পেলেন না বাংলার সিনেপ্রেমীরা। শনিবার ‘আজব কারখানা’র পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেতা।

পোস্টারের ‘রকস্টার’ পরমব্রতর পাশাপাশি আরও এক শিল্পীকে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও রকগানের মেলবন্ধনের গল্প বলবে আজব কারখানা। ” ইংরাজিতে ছবির নাম ‘সং অফ দ্য সোল’ (Song of the Soul), সেকথাও জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: সবরিমালা মন্দিরে অজয় দেবগন, একমাস ধরে নিষ্ঠা ভরে পালন করলেন ধর্মাচার

‘আজব কারখানা’য় পরমব্রতর চরিত্রটা খানিক ভিন্ন স্বাদের। বিবাহ বিচ্ছেদের পর এক টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে যোগ দেন তিনি। এরপরই বদলে যায় তাঁর জীবন। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। এর আগেও ‘শনিবার বিকেল’, ‘ভুবনমাঝি’ ও ‘ভয়ঙ্কর সুন্দর’এর মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) প্রিমিয়ার হওয়ার কথা ছিল বাংলাদেশি এ ছবিটির। কিন্তু করোনার বাড়বাড়ন্তে চলচ্চিত্র উৎসব আপাতত স্থগিত।

আরও পড়ুন: Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest