Paranormal expert Steve Huff claims that he spoke with actor Sidharth Shukla after his

Sidharth Shukla: ‘ঈশ্বরের সঙ্গে আছি’, মৃত্যুর পর কার সঙ্গে কথা বললেন সিদ্ধার্থ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি দাবি করেছিলেন, সুশান্তের আত্মার সঙ্গে কথা বলেছিলেন তিনি। এবার তাঁর দাবি, বিগ বস ১৩ বিজয়ী প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গে কথা বলেছেন তিনি। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল ‘হাফ প্যারানর্মাল’-এ একটি ভিডিয়ো পোস্ট করেছেন হাফ।

নিজেকে অলৌকিক শক্তি বিশেষজ্ঞ বলে পরিচয় দেন স্টিভ। দাবি করেন, আত্মার সঙ্গে কথা বলতে পারে, এমন একটি যন্ত্র তাঁর কাছে আছে। কোনও ব্যক্তির মৃত্যুর পর নাকি তাঁর ‘আত্মা’-র সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন তিনি। সিদ্ধার্থের ক্ষেত্রেও তেমনই করেছেন স্টিভ। সিদ্ধার্থের উদ্দেশে স্টিভ প্রশ্ন করেন, ‘আপনি কোথায় আছেন?’ একটি অস্পষ্ট যান্ত্রিক কণ্ঠে উত্তর শোনা যায়, ‘আমি হাফের কাছে আছি। আমার কুকুরকে আনা দরকার।’ এর পরেই স্টিভ তাঁকে অনুরাগীদের উদ্দেশে বার্তা দেওয়া অনুরোধ করেন। ‘আমি শুনতে পাচ্ছি’, আবার সেই অস্পষ্ট কণ্ঠকে বলতে শোনা যায়। এর পরেই সেই কণ্ঠকে বলতে শোনা যায়, ‘আমি এখন ঈশ্বরের সঙ্গে আছি।’

আরও পড়ুন: বড় পর্দায় জিত বনাম দেব টক্কর! পুজোয় মুক্তি পাচ্ছে বাজি ও হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী

সিদ্ধার্থের মৃত্যুর পর তাঁর মা একেবারে একা হয়ে গিয়েছেন। অল্প বয়সি ছেলের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না বৃদ্ধা মা। সিদ্ধার্থের আত্মা তাঁকে কি কোনও রকম বার্তা দিতে চায়… জিজ্ঞেস করায় উত্তর আসে, “আমি মৃত”। হাফ জিজ্ঞেস করেন, সিদ্ধার্থের আত্মা প্রিয়জনদের কোনও বার্তা দিতে চায় কিনা। উত্তর মেলে, “আমি তোমাদের কান্না মুছে দেব।”

২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সিদ্ধার্থ শুক্লা। ২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গনা ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে ডেবিউ করেন অভিনেতা। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়টালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিগ বস ১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-এর জয়ী সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্ট করেছেন তিনি। । সিদ্ধার্থের এইভাবে চলে যাওয়া তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন: রুমে দেখা মিলল ‘চকলেট বিরাট কোহলি’র, দুবাই হোটেলে উষ্ণ অভ্যর্থনা অনুষ্কাকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest