Pathaan in Bangladesh: Pathaan finally to release in Bangladesh on 24 February

Pathaan in Bangladesh: পাঠান মুক্তি পাচ্ছে বাংলাদেশে! জানালেন খোদ কিং খান, জানুন দিনক্ষণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রায় এক মাস পর অবশেষে বাংলাদেশে মুক্তির ছাড়পত্র পেল শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’। প্রথমদিন থেকেই এই ছবি নিয়ে দর্শক মহলে দেখা গেছে তুমুল উন্মাদনা। ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও ভুগছিল পাঠান জ্বরে। তবে বাংলাদেশে এই ছবির রিলিজ আটকে যাওয়ায় মন ভেঙেছিল বাংলাদেশী ফ্যানেদের। এমনকী বাংলাদেশে রিলিজ না করায় অনেকেই এই ছবি দেখতে উড়ে এসেছিলেন কলকাতায়। অবশেষে এবার বাংলাদেশের ভক্তরাও দেখতে পাবেন বড়পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন।

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে টলিউডের ছবি মুক্তি পায়। অর্থাৎ ঢালিউডের একটি কলকাতায় রিলিজ করে বদলে সে দেশে মুক্তি পায় টলিপাড়ার ছবি। কিন্তু বলিউডের ছবি নিয়ে আইনি ঘেরাটোপ বেজায় জটিল। নীতিমালা সংক্রান্তগত জটিলতার জেরে হিন্দি ছবি মুক্তি পায় না সে দেশেে। দু-দিনে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির পথ অনেকটাই পরিষ্কার এর মাঝেই সোমবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।

গোটা বিশ্বে প্রায় ১০০০ কোটির ব্যবসা হাঁকানো এই ছবি শীঘ্রই মুক্তি পাবে বাংলাদেশে আশ্বাস দিলেন শাহরুখ। এদিন বিকালে টুইটারে এক বাংলাদেশি ভক্তের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন শাহরুখ খান। সোমবার ফের একবার টুইটারে #AskSRK সেশনের আয়োজন করেছিলেন শাহরুখ। সেখানে এক বাংলাদেশি ভক্ত প্রিয় তারকার উদ্দেশে লেখেন, ‘আপনাকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন, তা আপনি ধারণাও করতে পারবেন না। বিশেষ করে আমি অন্ধের মতো আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি, তা আপনাকে বলে বোঝাতে পারব না। কবে আপনাকে বাংলাদেশে দেখতে পাব?’ জবাবে শাহরুখ লেখেন, ‘আমি শুনছি বাংলাদেশে শীঘ্রই পাঠান মুক্তি পাবে’।

আরও পড়ুন: Swara Bhasker: সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করলেন স্বরা ভাস্কর

বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সেই টুইট। বাংলাদেশে ‘পাঠান’-এর আমদানিকারক অনন্য মামুনের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’। রবিবার এই বিষয়ে চলচ্চিত্রের ১৯টি সংগঠন এবং তথ্য-সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও জানিয়েছিলেন তিনি। রবিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানান শর্ত সাপেক্ষে বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে তিনি।

রবিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে প্রতি বছর ১০টি হিন্দি সিনেমা আমদানি করা যাবে। তবে বাংলাদেশে দুই ঈদ ও পুজোর উৎসবে প্রেক্ষাগৃহে চালানো যাবে না হিন্দি ছবি। সেন্সরের পাশাপাশি চলচ্চিত্র সম্মিলিত পরিষদের ছাড়পত্রও নিতে হবে মুক্তির আগে। সোমবার অবশেষে জানা গেল ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন: Harai Bohudur: কোক স্টুডিওর পর আবারও নকলের অভিযোগে বিদ্ধ তাহসান, কি করলেন গায়ক – অভিনেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest