Pathaan Movie first motion poster out deepika padukone look goes viral

Pathaan: ‘ওঁর চাউনিতেই গুলি চলবে’, দীপিকার ‘পাঠান’ লুক নিয়ে উত্তেজিত শাহরুখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টানা ৪ বছরের বিরতির পর এবার পর্দায় আসতে চলেছেন শাহরুখ খান। কেবল শাহরুখ একাই নয়, সঙ্গে ফিরছে বলিউডে হিট জুটিও। দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান একযোগে একাধিক হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। শাহরুখের হাত ধরেই বলিউডে পা রাখা দীপিকার, সেই জুটির আগামী ছবি ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে। প্রকাশ্যে এল পাঠান ছবির প্রথম মোশন পোস্টার

পাঠান ছবির প্রথম মোশন পোস্টারে থাকলেন কেবলই দীপিকা পাড়ুকোন। ছবিতে এই প্রথম তাঁর লুক এল সামনে। স্টানিং লুকে ধরা দিলেন দীপিকা। এর আগে এত বোল্ড লুকে পর্দায় ধরা দেননি রামলীলা স্টার। বন্দুক হাতে দৃঢ়় দৃষ্টিতে ট্রিগারে আঙুল। মুহূর্তে ছিটকে এল বুলেট, তারই পেছনে দাঁড়িয়ে থাকা দীপিকার একটি ঝলকেই মুগ্ধ ভক্তরা। খোদ শাহরুখ খান এই মোশন পোস্টার শেয়ার করে লিখলেন, ‘খুন করতে তাঁর কোনও বুলেটের প্রয়োজন হয় না। আর মাত্র ৬ মাস।’ শাহরুখের এই মন্তব্যে সহমত ভক্তরাও। দীপিকার কিলার লুকই যথেষ্ট, প্রয়োজন নেই বন্দুকের।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আরও পড়ুন: Dev: জলকেলিতে ব্যস্ত দেব, বহুতল আবাসনের ছাদখানা দেখলে যে কারও হিংসে হবে!

‘ওম শান্তি ওম’-এর নায়িকার বন্দুকবাজ লুক নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিউডে। আমজনতা থেকে বলিউড তারকারাও মন্তব্য করেছেন ‘পদ্মাবতী’-র এই নতুন অবতার। ছবিতে মুখ্য ভূমিকায় শাহরুখ খান। খলনায়ক জন আব্রাহাম। জনলিখেছেন, ‘থামুন, তাকান, গুলি করুন। যশরাজ ফিল্মের ‘পাঠান’ হিন্দি , তামিল , তেলুগু ভাষায় আপনার কাছের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ২৫ জানুয়ারি, ২০২৩।’

কিছু দিন আগেই বলিউডের ‘বাদশা’ বলিউডে তাঁর তিরিশ বছরের রাজত্ব উদ্‌যাপন করেছিলেন ‘পাঠান’ ছবিতে নিজের লুকের মোশন পোস্টার দিয়ে। শাহরুখ বলেছিলেন, ‘‘এই ছবির সব দৃশ্যই আমাকে আনন্দ দিয়েছে। আমি মজা করে কাজ করেছি, ঠিক যেমনটা চাইতাম যখন আমি ২৫-২৬ বছরের ছিলাম।’’ এই ৫৬ বছর বয়সে এসেও তরতাজা ‘অ্যাকশন হিরো’-র লুকে দর্শক তাকে পছন্দ করবেন— এমনটাই মনে করছেন শাহরুখ।

আরও পড়ুন: Sampurna: বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন সোহিনী, আসছে ‘সম্পূর্ণা’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest