আবাসনের চেয়ারপার্সনকে খুনের হুমকি, গ্রেপ্তার অভিনেত্রী পায়েল রোহতগি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবাসনের চেয়ারপার্সনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী পায়েল রোহতগি (Payal Rohatgi)। শুক্রবার অভিনেত্রীকে গ্রেপ্তার করে আহমেদাবাদের পুলিশ। প্রতিবেশীদের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

খবর, প্রায়শই আবাসনের চেয়ারপার্সনের সঙ্গে কাজিয়ায় জড়াতেন পায়েল। তবে এ বার ঝামেলা হাতের বাইরে চলে যায়। ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী তাঁকে হত্যা করার হুমকি দেন। এর আগে চেয়ারপার্সনের উদ্দেশে অশ্লীল কথা বলে নেটমাধ্যমেও ভিডিয়ো পোস্ট করেছিলেন পায়েল। পরে যদিও সেই ভিডিয়ো তুলে নিয়েছিলেন পায়েল, কিন্তু ব্যাপারটা সেখানেই মিটে যায়নি। গত ২০ জুন পায়েলের সঙ্গে তাঁর আবাসনের চেয়ারপার্সনের বিতণ্ডার সমাধান করতে আবাসিকরা একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে তাঁকে চুপ করে থাকার অনুরোধ করা হলে সহ আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন পায়েল।

আরও পড়ুন: বুড়িকে বৌমা নয় শাশুড়ির চরিত্রে মানাবে! কটাক্ষ দেবশ্রীকে, তোপ স্নেহাশিস- ভাস্বরের

এই প্রথম নয়, এর আগেও একবার হাজতবাস করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মতিলাল নেহরু, জওহরলাল নেহরু-সহ গান্ধী পরিবারের বিরুদ্ধে একটি অশোভন পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল পায়েলের বিরুদ্ধে। অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল হওয়াতেই বুন্দি সদর থানায় যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ দায়ের করেন পায়েলের বিরুদ্ধে।

চারমেশের অভিযোগের ভিত্তিতে পায়েলকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তার কোনও উত্তর দেননি অভিনেত্রী। তার জেরেই রাজস্থানের বুন্দি সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেই সময় ২৫ হাজার টাকা করে দু’টি বন্ডে জামিন পেয়েছিলেন পায়েল।

আরও পড়ুন: অসুস্থ অভিনেত্রী-সাংসদ Mimi Chakraborty, ভোর ৬টায় ডাকা হল চিকিৎসক

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest