সাটিনের পোশাক। তার উপরে জড়োয়া আর মুক্তোর কারুকাজ।বলিউড ফ্যাশনিস্তা সোনম কাপুর (Sonam Kapoor) শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। সোনম তার গর্ভাবস্থার যাত্রা খুব উপভোগ করছেন। সোনমের গর্ভাবস্থার ফ্যাশনও পিন পয়েন্ট পারফেক্ট। অভিনেত্রী যখন মা হওয়ার সুসংবাদ ঘোষণা করেছিলেন, তখন থেকেই তিনি তার মাতৃত্বের ফ্যাশন দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন।
৯ জুন, অভিনেত্রীর জন্মদিনে একটি ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছে। যেখানে পরীর সাজে দেখা গিয়েছে সোনমকে। অন্তঃসত্ত্বা নায়িকা তাঁর স্ফীত উদরে হাত রেখে পরীর সাজে দাঁড়িয়ে রয়েছেন এক স্থাপত্যের দুয়ারে। মাতৃত্বকালীন রূপও এত সুন্দর! ৩৭ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা।
বলিউডের দুই খ্যাতনামী পোশাক পরিকল্পক আবু জানি এবং সন্দীপ খোসলা সোনমের ছবিটি শেয়ার করেছিলেন। ছবির সঙ্গে লিখেছিলেন দীর্ঘ শুভেচ্ছাবার্তা।
ছবিতে, সোনমকে সাদা রঙের একটি সিজলিং স্যাটিন পোশাকে দেখা যাচ্ছে। অভিনেত্রীর স্কার্টে রয়েছে মুক্তার এমব্রয়ডারি। সোনম স্কার্টের সঙ্গে একটি ক্রপ টপ জুটি বেঁধেছেন, যার অনেক লম্বা লেস রয়েছে। পোশাকের পথচলা তার সাজে নাটক যোগ করছে।
অফ-হোয়াইট ক্লাসি পোশাকে সোনম তার মেকআপ খুব সাধারণ রেখেছেন। ন্যুড লিপস্টিক, গ্লোয়িং বেস এবং ব্লাশার যোগ করে নিজের লুক সম্পূর্ণ করেছেন ডিভা। তাঁর চুলে স্লিক লুক দেওয়া হয়েছে এবং মুক্তো লাগিয়ে তার চুলের চেহারায় একটি স্টাইলিশ স্পর্শ দিয়েছেন। ছবিতে সোনমকে বেবি ফ্লন্ট করতে দেখা যাচ্ছে।এই লুকে অভিনেত্রীকে ডিভার মতো লাগছে। কেউ সোনমকে গর্জাস বলছেন আবার কেউ স্টানিং। অভিনেত্রীর ছবি থেকে ভক্তদের চোখ সরছে না।