দু’বারের চেষ্টায় আত্মহত্যা সুশান্তের? মেঝেতে ২ টুকরো বাথরোব বেল্ট দেখে সন্দেহ পুলিশের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে উঠে এল আরও একটি নতুন তথ্য। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, তদন্তের সময় সুশান্তের ঘরের মেঝে থেকে তাঁর ‘বাথরোব বেল্ট’ টি দুটুকরো অবস্থায় পেয়েছে পুলিস। আর সুশান্তের দেহ পড়েছিল বিছানায়। পুলিসের অনুমান, সুশান্ত প্রথমে বাথরোব বেল্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, পরে সেটি ছিঁড়ে যাওয়ার সবুজ একটি সবুজ কুর্তায় গলায় ফাঁস লাগিয়েছিলেন। 

যদিও কুর্তা আদৌ কি সুশান্তের ওজন ধরে রাখতে সক্ষম? তা জানতে ওই সবুজ কুর্তাটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিস। এমনকি সুশান্ত বিষাক্ত কিছু খেয়েছিলেন কিনা, সেটিও পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল। আশা করা হচ্ছে, এই সপ্তাহের শেষের দিকেই ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট চলে আসবে। জানা যাচ্ছে, সেসময় যাঁরা ফ্ল্যাটে ছিলেন, তাঁরাই নাকি সবুজ কুর্তাটা কেটে সুশান্তের দেহ নামিয়েছিলেন। যে কুর্তার সাহায্যেই নাকি অভিনেতা আত্মহত্যা করেছেন। তবে বাথরোব বেল্টটি ছিঁড়ে নিচে পড়ে থাকতে দেখে বান্দ্রা পুলিসের সন্দেহ হয়।

‘মিড ডে’ তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এবিষয়ে এক পুলিস আধিকারিকের বক্তব্য, ”প্রাথমিক ভাবে বেল্টের টুকরোটি মাটিতে পড়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হয়। পরে তদন্ত করতে গিয়ে আমরা বুঝতে পারি, অভিনেতা হয়ত প্রথমে দেখার চেষ্টা করছিলেন ওই বাথরোব বেল্টটি দিয়ে আদৌও নিজেকে ঝোলানো সম্ভব কিনা? তবে সেটি হয়ত ছিঁড়ে যায়।” 

আরও পড়ুন: স্বজনপোষণ নয়, কথা বলবে শুধু প্রতিভাই! স্পষ্ট বার্তা ‘আউটসাইডার’ অনুষ্কা শর্মার

ওই পুলিস আধিকারিক আরও জানিয়েছেন, ”তদন্তের সময় আমরা সুশান্তের ঘরে গিয়ে দেখি, ওর আলমারি খোলা, ইস্ত্রি করা সমস্ত জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমাদের ধারনা বাথরোব বেল্টটি ছিঁড়ে যাওয়ার পরেই সুশান্ত আলমারি থেকে কুর্তাটি টেনে বের করেন, তখনই জামাকাপড় গুলি ছড়িয়ে পড়ে যায়। যদিও গোটা তদন্তে এখনও পর্যন্ত আমরা অন্য কোনওরকম সন্দেহজনক কিছু দেখিনি। এমনকি ময়নাতদন্তের রিপোর্টও বলছে, অভিনেতার দেহে কোনও আঘাতের চিহ্ন নেই।”

‘মিড ডে’ তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রত্যক্ষদর্শীরা পুলিসকে জানিয়েছেন, ”সুশান্তের দেহ নিচের দিকে ঝুঁকে পড়ে ঝুলছিল।” আর এটা থেকে পুলিসের কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল। তদন্তে পুলিস জানতে পেরেছে, সুশান্তের বিছানা থেকে ফ্যানের মোটরটির দূরত্ব ৫ ফুট ১১ ইঞ্জি। আর সুশান্তের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্জি। সুশান্তের ঝুলন্ত দেহ থেকে ফ্যানের উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি।

১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। গত ২৪ জুন অভিনেতার ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে বলা হয়-  গলায় ফাঁস লাগার কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার, আত্মহত্যাই করেছেন তিনি, এক্ষেত্রে অন্য কোন দিক নেই। রিপোর্টটি পাঁচ সদস্যের ডাক্তারি টিম খতিয়ে দেখেছে। তাদের চূড়ান্ত উপসংহার যে ওপর থেকে ঝুলে পড়ে শ্বাস আটকেই মারা গিয়েছেন ৩৪ বছরের এই অভিনেতা।তাঁর ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টেরও অপেক্ষা করছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: সে দিনের মিস ইন্ডিয়া প্রতিযোগী, আজকের কেন্দ্রীয় মন্ত্রী! চেনেন?

Gmail 6
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest