OMG! বারোদিন আগে বিয়ে, হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের পুনমের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সেপ্টেম্বরের ১০ তারিখ ঘটা করে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। গোয়াতে মধুচন্দ্রিমায় যাওয়ার পথে হাত ভরা মেহেন্দি নিয়ে পাপারাজ্জির সামনে পোজও দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই হল ছন্দপতন। স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে গোয়া পুলিশের (Goa Police) দ্বারস্থ হলেন পুনম পাণ্ডে (Poonam Pandey)। পুনমের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্বামীকে।

বর্তমানে পুনম দক্ষিণ গোয়ার ক্যানাকোনা গ্রামে রয়েছেন। সেখানেই চলছে তাঁর শ্যুটিং। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে থানায় অভিযোগ জানাতে আসেন পুনম। সেখানেই তিনি বলেন, ‘তাঁর স্বামী তাঁকে শ্লীলতাহানি করেছে। কট্যূক্তি করেছে। এমনকী তাঁকে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নোংরা কিছু ষড়যন্ত্র করা হচ্ছে। এরপরই স্যামকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার নিয়মমাফিক পুনমের মেডিক্যাল টেস্টও করা হয়’।

আরও পড়ুন: বিলের বিরোধী কৃষকদের ‘জঙ্গি’ বলে কদর্য আক্রমণ কঙ্গনার, BJP – র নীরবতাকে কটাক্ষ শিবসেনার

পুনমের লিখিত অভিযোগের ভিত্তিতেই তাঁর স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু কী এমন হল যে মধুচন্দ্রিমার মধ্যেই পুনমের সংসারে ভাঙন ধরল?  তিন দিন আগেও হোটেলের ঘর থেকে ভিডিও পোস্ট করেছিলেম পুনম। ভিডিওটি স্যামই তুলেছেন। কারণ নেপথ্যে তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে।

https://www.instagram.com/p/CFUC-GmpkkL/

২০১৮ থেকেই প্রেম স্যাম পুনমের। যদিও স্যাম পুনমের থেকে বয়সে প্রায় ১৮ বছরের বড়। তবুও দুজনে দিব্যি মানিয়ে গুছিয়ে থাকেন। হানিমুনে এসে যে পুনম খুব খুশি হয়েছেন সেকথাও লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। মাত্র কয়েকদিনেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন কেন পুনম? উত্তর যদিও এমনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: চোখে পড়ার মত ট্রান্সফরমেশন! অলিভিয়ার গ্ল্যাম লুকে বুঁদ নেটিজেনরা

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest