Prakash Raj supports Deepika Padukone over Besharam Rang row

Prakash Raj: গেরুয়া পরে ধর্ষণ করলে আপত্তি নেই, দীপিকার পোশাকেই সমস্যা? টুইট প্রকাশের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘বেশরম রং’-(Besharam Rang)এর গায়ে লেগে গিয়েছে রাজনৈতিক রং (Prakash Raj)। গোটা গান বাদ দিয়ে নিন্দুকদের নজর শুধু দীপিকা পাড়ুকোনের( Deepika Padukone) গেরুয়া বিকিনি ও শাহরুখ খানের সবুজ শার্টের দিকে। ইতিমধ্যেই ছবি বয়কটের ডাক উঠছে মধ্যপ্রদেশ থেকে। ‘খারাপ উদ্দেশ্যে’ বানানো এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির যোগ্য নয়, জানিয়েছেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গান বাদ না দিলে ছবি বয়কট করবেন। নায়িকাকে ‘টুকরে টুকরে গ্যাং’-এর সদস্য বলেও দাবি করেছেন। এরই মধ্যে অভিনেত্রীর গেরুয়া বিকিনির পক্ষে দাঁড়ালেন অভিনেতা প্রকাশ রাজ।

বিকিনি পরিহিতা দীপিকার মোহময়ী অবতারের পক্ষ নিয়ে সমালোচকদের তীব্র কটাক্ষ করেন প্রকাশ। তিনি টুইট করে লেখেন, ‘‘নিছকই একটা প্রশ্ন করতে চাই, যখন গেরুয়া পরে ধর্ষকের গলায় মালা পরানো হয় কিংবা, কিছু দালাল বিধায়ক ঘৃণাভরা বক্তৃতা দেন, যখন ওই বসন পরা স্বামীজি দলিত ধর্ষণ করেন, তখন কিছু হয় না? কিন্তু ছবিতে একটা পোশাক নিয়ে যত মাথাব্যথা।

ড. নরোত্তম মিশ্রের (narottam mishra)পাশাপাশি অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি মহারাজও গান, শাহরুখ খান-দীপিকার রসায়ন এবং নায়িকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘সেন্সর বোর্ড কি ঘুমিয়ে ছিল? হিন্দু সংস্কৃতির অবমাননার জন্য শাহরুখের ‘পাঠান’কে বয়কটের ডাক দেব আমরা।’

 

যদিও ছবি বয়কট ( pathan boycott)প্রসঙ্গে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিন্দকদের কড়া বার্তা দিয়েছেন শাহরুখ। তিনি বলেন, ‘‘সমাজমাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস, সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে।’’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest