"Prithviraj looks like Bala": Akshay Kumar's Prithviraj teaser fails to impress many

মুক্তি পেল ‘পৃথ্বীরাজ’ ছবির টিজার, ‘হাউজফুলের বালা’ বলে ট্রোল নেটদুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায়।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj Film)। চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে ডেবিউ করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। ছবিতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনিও এ ছবির অন্যতম আকর্ষণ। অক্ষয়-মানুষ ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutta)। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় তথা বীর যোদ্ধা কাকা কানহার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

সিনেমায় চাঁদ বরদাইয়ের ভূমিকায় রয়েছেন সোনু সুদ (Sonu Sood)। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। আরও সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।  ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেথেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।  ২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।

টিজারে ভিএফএক্স ব্যবহারে কার্পণ্য করেনি প্রযোজনা সংস্থা। সাজসজ্জাও বেশ নিখুঁত। তবু অক্ষয় কুমারের লুক পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। তাঁরা প্রকাশ্যেই ইউটিউবের কমেন্ট সেকশনে জানিয়েছেন, পৃথ্বীরাজের বেশে অক্ষয়কে নাকি দেখতে লাগছে খানিক বালার মতো।


বালা হল হাউজফুল নামক এক ফ্লপ ছবির এক কমেডি চরিত্র। ওই চরিত্রেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমারই। একজন লিখেছেন, “রাজার চোখে যে দৃঢ়তা থাকে, তা তো অক্ষয়ের মুখে দেখতে পেলাম না। মনে হচ্ছে যেন বালাকে দেখছি রাজাকে নয়।” আর একজন লিখেছেন, “আমি অক্ষয় ভক্ত, তাঁর কোনও ছবিই বাদ দিই না। কিন্তু পৃথ্বীরাজ চৌহান আমাদের দেশের গর্ব। তাই ভক্ত হয়েও লিখছি ওই চরিত্রে শাহিদ কাপুর অথবা রণবীর সিংকে নিলেই ভাল হতো।” ট্রোল্ড হয়েছেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। টিজারে তাঁর কয়েক সেকন্ডের উপস্থিতি দর্শকরা মনে করেছেন, তিনি অসম্ভব সুন্দরী এ কথা ঠিক, কিন্তু বড্ড প্রাণহীন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest