Priyanka Chopra And Nick Jonas Name Daughter Malti Marie Chopra Jonas: Report

সংস্কৃত আর লাতিনের মেলবন্ধন, জানুন Priyanka Chopra -র মেয়ের নাম ও অর্থ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাঁদের মেয়ের কী নাম রেখেছেন তা এবার প্রকাশ্যে। নিয়াঙ্কার প্রথম সন্তানের নাম মালতী ম্যারি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। চলতি বছরের গোড়ার দিকেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই তারকা দম্পতি। সূত্রের খবর সান দিয়াগোর এক হাসপাতালে গত ১৫ই জানুয়ারি জন্ম হয়েছে নিক-প্রিয়াঙ্কার মেয়ের।

প্রিয়াঙ্কা ও নিক তাঁদের মেয়ের নাম রেখেছেন সংস্কৃত এবং লাতিনের মিশেলে। সেই নাম, মালতি ম্যারি চোপড়া জোনাস। সংস্কৃত শব্দ ‘মালতি’র অর্থ ছোট সুগন্ধি ফুল অথবা চাঁদনি রাত। অন্য দিকে, ‘ম্যারি’ লাতিন শব্দ ‘স্টেলা মারিস’ থেকে এসেছে, যার অর্থ সমুদ্রের উপরের তারা। এই নাম যদিও বাইবেলে রয়েছে। যিশুর কুমারী মা মেরির নামের ফরাসি সংস্করণ এটি। সন্তানের নামকরণ সেরে খুশির জোয়ার এখন জোনাস পরিবারেও।

আরও পড়ুন: Aay Khuku Aay teaser : বাবা-মেয়ের ছোট্ট সংসারের গল্প বললেন প্রসেনজিৎ, মুক্তি পেল ‘আয় খুকু আয়’-এর টিজার

গত ২২শে জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিনিক’ জুটি। তবে সন্তানের লিঙ্গ পর্যন্ত ফাঁস করেননি তাঁরা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার তুতো বোন মীরা চোপড়া জানান মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। এবার হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর প্রিয়াঙ্কা চোপড়া তাঁর মেয়ের নাম রেখেছেন মালতী ম্যারি (Malti Marie Chopra Jonas)। একরত্তির বার্থ সার্টিফেট হাতে এসেছে ওই সংস্থার, এমনটাই দাবি করেছেন তাঁরা।

যদিও আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি কোনওটাই প্রকাশ্যে আনেননি তারকা জুটি।  একদিকে যেমন মেয়েকে সামলাতে ব্যস্ত, তেমনই প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘টেক্স অফ ইউ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আমাজনের টিভি সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিংও শেষ করেছেন দেশি গার্ল।

আরও পড়ুন: ShahRukhKhan : রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ আনছেন Dunki, সঙ্গী তাপসী পান্নু

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest