Priyanka Chopra Hugs Karan Johar At Ambani Event

Priyanka Chopra-Karan Johar: করণ জোহরকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা,পাল্টিবাজ বলল নেটপাড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে নাম না করে বলিউড ও করণ জোহরকে একহাত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে সামনাসামনি করণকে পেয়ে কিন্তু একেবারেই ভোলবদল পিগি চপসের, এড়িয়ে যাওয়া তো দূরস্ত, বরং করণকে কাছে ডেকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা। হাসলেন, জমিয়ে আড্ডাও দিলেন।

শুক্রবারই স্বামী নিক জোনাস, মেয়ে মালতী মেরিকে নিয়ে দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জোর গুঞ্জন তিনি নাকি তুতোবোন পরিণীতি চোপড়ার বিয়ে কিংবা রোকা অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন। প্রিয়াঙ্কা-নিক শুক্রবার আমন্ত্রিত ছিলেন ‘নীতা আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনেও। সেখানে দীপিকা, রণবীর, করণ জোহর সহ বলিউডের বহু তারকাই আমন্ত্রিত ছিলেন। করণের মুখোমুখি হতেই উচ্ছ্বাসিত হয়ে তাঁকে জড়িয়ে ধরতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। একে অপরের হাত ধরে বেশকিছুক্ষণ কথাবার্তা বলতেও দেখা গেল তাঁদের। করণের কথা প্রিয়াঙ্কাকে হেসে গড়িয়ে পড়তেও দেখা গেল। আবার প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও কথা বললেন করণ।

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi 😍 (@jerryxmimi)

আরও পড়ুন: Fatafati: ঋতাভরী-আবিরের ‘জানি অকারণ’ গানে অন্য প্রেমের ছোঁয়া!

এই ভিডিও ভাইরাল হতেই, নিন্দুকরা বলছেন, সবই নাটক। বলিউডে সব চলে! একজন লিখেছেন, ‘ইনিই নাকি সেই ব্যক্তি, যিনি নাকি প্রিয়াঙ্কার বলিউড কেরিয়ার নষ্ট করে দিয়েছিলেন।’ কেউ লিখেছেন, ‘যাই হোক প্রিয়াঙ্কা-নিক দুজনেই করণকে জড়িয়ে ধরতে প্রস্তুত।’ কারোর মন্তব্য, ‘এতো এক্কেবারেই পাল্টি!’ কারোর কটাক্ষ, ‘আপনাকেও খেলতে শিখতে হবে, নাহলে অন্যরা আপনাকে চিবিয়ে থু থু করে ফেলে দেবেন।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা। স্পষ্টই জানালেন, ”বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভাল চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মানুষের ঝামেলাও হয়েছিল। আমি নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমেরিকায় এসে গান গাইলাম। তবে বুঝলাম অভিনয়টাই আমি ভাল পারি। গান নয়। কিন্ত গানের জন্য পরিচিত পেয়েছিলাম। পরে একের পর এক অডিশন দিয়ে অভিনয়ে সুযোগ পাই।”

আরও পড়ুন: Byomkesh Durgo Rohosya: ব্যোমকেশ দেবের সত্যবতী মৌনী! বদল হল পরিচালকেরও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest