Pushpa 2 Poster : Allu Arjun dresses in saree, laden with jewellery in 'Pushpa 2' poster

Pushpa 2 Poster : চোখে মুখে আগুনের ঝলক, জন্মদিনে ভয়ংকর রূপ আল্লুর!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুষ্পা দ্য রেইজ ছবিতে অভিনয়ের পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটিটা আরও মজবুত হয়েছে। আজ সকলে তাঁকে এক ডাকে পুষ্পারাজ বলেই চেনেন। হ্যাঁ, তিনি নান আদার দ্যান দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। ৮ এপ্রিল ৪১-এ পা রাখলেন আল্লু। জন্মদিনের ঠিক আগেই ভক্তদের সারপ্রাইজ দিয়েছেন পুষ্পারাজ। টুইটারে পুষ্পা ২-এর নতুন পোস্টার শেয়ার করেছেন আল্লু অর্জুন। ক্যাপশনে লিখেছেন, পুষ্পা ২ বিগিংস।

কোন অবতারে দেখা দিলেন আল্লু? ছবিটিতে দেখা যাচ্ছে শাড়ি ও সোনার গয়না পরে রয়েছেন তিনি। গলার লেবুর মালা। শরীরের নীল রং ও বাকি বেশভূষায় মনে হচ্ছে যেন কোনও দেবীর সাজে সেজেছেন তিনি। তবে তাঁর হাতে ধরা রয়েছে বন্দুক। আবার ভ্রূটাও বেশ কারুকার্য করা। চাহনিতে যেন একটা আলাদাই ব্যাপার রয়েছে আল্লুর। পুষ্পারাজের এই লুক প্রকাশ্যে আসতেই ফ্যানদের চোখ তো একেবারে ছানাবড়া। পুষ্পার প্রথম ভাগের থেকেও দ্বিতীয় ভাগ আরও জমে উঠবে বলে প্রাথমিক ধারণা দক্ষিণী হিরো আল্লু অর্জুন ভক্তদের।

আরও পড়ুন: Priyanka Chopra-Karan Johar: করণ জোহরকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা,পাল্টিবাজ বলল নেটপাড়া

কিন্তু কেন এমন বেশ তাঁর? আসলে ছবির প্রথম টিজারে দেখা গিয়েছে, পুষ্পা নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁকে পুলিশ খুঁজছে। সম্ভবত সেই কারণেই এমন ছদ্মবেশ ধরেছেন নায়ক।

আসলে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির তুমুল সাফল্যের পর ছবির সিকুয়েল ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল ঘটেছে। জানা গিয়েছে, ‘পুষ্পা টু’তে নাকি ‘শ্রীবল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, ছবির শুরুতেই মিলবে তার ইঙ্গিত। আপাতত অনুরাগীদের অপেক্ষা, শনিবার নিজের জন্মদিনে কি ফের কোনও চমক দেবেন আল্লু আর্জুন?

আরও পড়ুন: Srabanti Chatterjee: জিমের নামে টাকা হাতিয়ে ‘উধাও’ শ্রাবন্তী? থানায় অভিযোগ দায়ের, পাল্টা অভিযোগ নায়িকার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest