প্রাণের শান্তিনিকেতনে উচ্ছল মিথিলা- আয়রা, অ্যালবামে মন ভরেছে নেটিজেনদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা ভাইরাসের থাবা, লকডাউনের ভ্রুকুটি , দুই দেশের সীমান্ত…প্রতিকূলতা… পরিস্থিতি যতই নিষ্ঠুর হোক না কেন, ভালবাসার শক্তির কাছে সবই তুচ্ছ… সেটাই আরেকবার প্রমাণ করেছেন বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী, বাংলাদেশের অভিনেত্রী, সমাজকর্মী, আধ্যাপিকা রাফিয়াত রশিদ মিথিলা ।

লকডাউনের সময় মিথিলা আটকে পড়েছিলেন বাংলাদেশে । আর সৃজিত কলকাতায় । তবে অনেক বাধা বিপত্তি কাটিয়ে গত মাসে ভারতে এসেছিলেন মিথিলা । তবে জমাটি সংসার খুব বেশিদিন করতে পারেননি । ফের ছবির কাজে রাজ্যের বাইরে গিয়েছেন সৃজিত । আর এই সুযোগে মেয়ে আইরাকে নিয়ে দাদার সঙ্গে দেখা করতে গেলেন অভিনেত্রী।

আরও পড়ুন: মঙ্গলবারও জামিন পেলেন না রিয়া চক্রবর্তী, রায় সংরক্ষিত রাখল বম্বে হাইকোর্ট

গত ২৭ সেপ্টেম্বর ছিল কন‍্যা দিবস। এই সুযোগে ওই বিশেষ দিনটাও মেয়ে আইরার সঙ্গে উদযাপন করলেন মিথিলা। মেয়ের সঙ্গে সুইমিং পুলের জলে ঝাঁপাতে দেখা গেল তাঁকে। তাঁর জন্য রোজই ‘কন্যা দিবস’ । সেটা আরও একবার মনে করিয়ে দিলেন সৃজিত-পত্নী ।

https://www.instagram.com/p/CFrgTDDBoN3/

পাশাপাশি সোনাঝুরির হাটে কেনাকাটা, ভাই বোনদের সঙ্গে বহুদিন বাদে প্রাণ ভরে খুনসুটি সবই করলেন সৃজিত পত্নী। সেই সঙ্গে আরো একটা সারপ্রাইজ অপেক্ষা করে ছিল মিথিলার অনুরাগীদের জন‍্য।

https://www.instagram.com/p/CFo9LV0BaSS/

দিব‍্যি শাড়ি পড়ে স্কুটি চালাতে দেখা গেল অভিনেত্রীকে। স্কুটির পেছনের সিটে কখনো ভাই কখনো আবার মেয়ে। মিথিলা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি যেমন রূপে লক্ষ্মী তেমন গুণে সরস্বতী। তবে মিসিং সৃজিত মুখোপাধ্যায়।.সৃজিতের অনুপস্থিতিতে মা-মেয়ের মজার মুহূর্ত এখন নেটিজেনদের বড়ই প্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: দুই বোনের ভূমিকায় এবার অর্পিতা-ঋতাভরী! গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দিতিপ্রিয়াও

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest