Raghav Parineeti Wedding: wedding menu a fusion of Punjabi & Rajasthani food

Raghav Parineeti Wedding: সঙ্গীতে ছিল ম্যাগি, ক্যান্ডি ফ্লস! রাঘব পরিণীতির বিয়েতে কি মেনু?

সেজে উঠেছে বিয়ের আসর। আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার। তার আগে প্রকাশ্যে এল তারকা যুগলের সংগীত অনুষ্ঠানের ছবি। যেখানে গানের ছন্দে আপ নেতা আর বলিউডের ‘ইশকজাদে’ গার্লকে নাচতে দেখা যাচ্ছে।

সংগীত অনুষ্ঠানে কালো কালো পোশাকে সেজেছিলেন রাঘব। পরিণীতির পরনে ছিল অফহোয়াইট লহেঙ্গা।  তাঁদের সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন খ্যাতনামী গায়ক নবরাজ হান্স। সেই সময়ের পঞ্জাবি গান ছাড়াও ‘কাজরা মহব্বত ওয়ালা’ গানে নাকি পা মেলান হবু বর-কনে। এখানেই শেষ নয়, বিয়েতে আসা অতিথিদের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যান।

আরও পড়ুন: Honey Bafna: গুরুতর দুর্ঘটনার মুখে হানি বাফনা, পড়ল কুড়িটা সেলাই

অতিথিদের প্রত্যেককে একটি বিশেষ ক্যাসেট দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে প্রায় প্রত্যেকের জন্য আলাদা বার্তা। সঙ্গে ছিল বিশেষ ভাবে প্রস্তুত করা উপহার। যেটি নিজের হাতে বানান পরিণীতি। তবে খাওয়াদাওয়ায় ছিল বিশেষ চমক। প্রতিটি মেনুই যেন উস্কে দিয়েছে নব্বইয়ের দশকের স্মৃতি। ছিল একাধিক চাট কাউন্টার, ম্যাগির কাউন্টার, হাওয়াই মিঠাইয়ের কাউন্টার, এবংনব্বইয়ের দশকের থিম অনুসারে আরও কিছু জিভে জল আনা ও মজাদার খাবার।

কিন্তু সেসব তো নয় হল, ২৪ সেপ্টেম্বর রাতে রাঘব পরিণীতির বিয়েতে মেনুতে কী কী থাকছে? বলিউড লাইফের তরফে জানানো হয়েছে কনে পরিণীতি তাঁর দুই ভাই শিবাং এবং সহজের সঙ্গে মিলে বিয়ের মেনু ঠিক করেছেন। অতিথিরা কী পছন্দ করতে পারেন, তাঁদের কী চাহিদা থাকবে সেসব ভেবেই এই মেনু ঠিক করা হয়েছে বলেই জানা গিয়েছে। ইন্টারন্যাশনাল কুইজিন তো থাকছেই, সঙ্গে থাকবে পঞ্জাবি এবং রাজস্থানি খানাপিনা। বয়স্কদের জন্য বিশেষ এবং স্বাস্থ্যকর মেনুর ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: Parineeti-Raghav wedding: কাল রাঘবের সঙ্গে সাত পাক পরিণীতির, তাজ লেক প্যালেসে হাজির বরপক্ষ