করোনার জেরে বেবিমুনে যেতে পারেননি রাজ-শুভশ্রী। ছেলে একটু বড়ো হতেই সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েছেন রাজ-শুভশ্রী। গতকালই নিজেদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সেই হলিডের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি।
সম্প্রতি শেষ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই সময়ে খুবই ব্যস্ততায় কেটেছে ফেস্টিভাল চেয়ারম্যান রাজ। তাই সব দায়িত্ব মিটিয়ে ছুটিটে কাটাটে গেলেন পরিবারের সঙ্গে। ছেলেকে নিয়ে প্রথম বার ছুটি কাটাতে বেরিয়ে পড়লেন টলিউড হট কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।
উলুবেড়িয়ার কাছে বিরশিবপুরে এক বিলাসবহুল রিসর্টে বাবা -মার সঙ্গে প্রথম বার বেড়াতে গেছে ইউভান।বৃহস্পতিবার সাত সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে একগুচ্ছ ছবি শেয়ার করলেন রাজ। যেখানে একফ্রেমে ধরা পড়ল তাঁর গোটা পরিবার। সকালে চায়ের আড্ডায় ইউভানের সঙ্গে খেলায় মত্ত শুভশ্রী ও রাজের মা।
আরও পড়ুন: এবার যশ – নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে জল্পনা! শ্যালিকার সঙ্গে ছবি পোস্ট নিখিলের
তিন প্রজন্মকে মুঠোফোনে বন্দি করেছেন পরিচালক। আর ক্যাপশনে লিখেছেন – হলিডে মুড।শুভশ্রীও ইনস্টা স্টোরিতে শেয়ার করছেন বিভিন্ন মুহূর্তের ছবি।
রাজ শুভশ্রী নিজের জন্য সময় বের করে নিয়েছেন এর মধ্যেই। শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি জানান দিচ্ছে সে কথাই। চলছে আউট ডোর বিলাসবহুল লাঞ্চ, শ্যাম্পেনের গ্লাসে চুমুক, দুজনেই সেজেছেন হালকা পোশাকে, ছুটির মেজাজে। সেলিব্রিটি গেস্টদের আগমনের খুশিতে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে কিং সাইজ বেড।
রাজ-শুভশ্রী রয়েছেন ‘দ্য আমায়া রিসর্ট’-এ। ৬ নং জাতীয় সড়কের ধারে উলুবেড়িয়ার রয়েছে এই বিলাসবহুল রিসর্টটি।
আরও পড়ুন: ভিলেন হয়ে প্রথমবার বড় পর্দায় শন, দেরাদুনে শ্যুটিং সারছেন ঋতুপর্ণার সঙ্গে