নতুন অতিথির আগমন হল শুভশ্রী-রাজ চক্রবর্তীর পরিবারের। শনিবার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন শুভশ্রী। মা-ছেলে দু’জনেই সুস্থ আছেন।
গত ১১ মে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই শুভশ্রী জানান, পরিবারের ছোট্ট অতিথি আসতে চলেছে। ইনস্টাগ্রামের শুভশ্রী লিখেছিলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি – আমাদের হাত ধরার জন্য, আর ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য শীঘ্রই একজন আসছে। আমরা প্রেগন্যান্ট!’ সঙ্গে রাজের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। রাজের টি-শার্টে লেখা ছিল- ‘ড্যাড টু বি’ (হবু বাবা)। আর শুভশ্রীর টি-শার্টে জ্বলজ্বল করছিল -‘দিস গার্ল গোয়িং টু বি এ মাম্মি’ (এই মেয়েটা মা হতে চলেছে)।
তারপর শনিবার দুপুরে সেই বহু প্রতীক্ষিত খবর আসে। তারপরই শুভেচ্ছাবার্তায় ভেসে যান শুভশ্রী ও রাজ। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজের বাবা। থমথমে পরিবারে অবশেষে খুশির মেজাজ।
(বিস্তারিত আসছে)