ফালাক রশিদ রায়ের বিবাহবার্ষিকী পার্টিতে রাজ- শুভশ্রী, কালো টপ ও টর্নড জিনসে গ্ল্যামারাস নায়িকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিনেত্রী বন্ধু ফালাক রশিদ রায়ের বিবাহবার্ষিকীতে জমিয়ে পার্টি করলেন রাজ-শুভশ্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে তারই কিছু মুহূর্ত।

ইউভানের জন্মের পর সারাক্ষণ ছেলেকে সামলাতেই ব্যস্ত শুভশ্রী। নিজের সোশ্যাল লাইফ কার্যত বিসর্জন দিয়েছেন নায়িকা। ছেলের জন্মের পর বৃহস্পতিবার প্রথম পার্টির আসরে দেখা মিলল নায়িকার। এদিন ছিল রাজের বেস্ট ফ্রেন্ড নীল রায় ও অভিনেত্রী ফলক রশিদ রায়ের দ্বিতীয় বিবাহ বার্ষিকী।

আরও পড়ুন: শাহরুখ-গৌরীর দিল্লির বাড়িতে থাকতে পারবেন আপনি! আমন্ত্রণ জানাচ্ছেন খোদ কিং খান…

Fface নামের এক নামী ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার নীল, অন্যদিকে রাজ চক্রবর্তীর পরিণীতার সঙ্গে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন ফলক। শীঘ্রই তাঁকে দেখা যাবে অরিন্দম শীলের মায়াকুমারীতে।

রোনা আবহে কোনও গ্র্যান্ড সেলিব্রেশন নয়, শুধুমাত্র কাছের বন্ধুদের নিয়েই পার্টি করতে দেখা গেল নীল-ফালককে। সেই আসরে হাজির রাজ–শুভশ্রী। দিনের পার্টিতে হাজির সকল কন্যেকেই দেখা গেল কালো পোশাকে। তবে গাউন বা ড্রেস নয়, এদিন শুভশ্রী পরেছিলেন কালো টি-শার্ট এবং টর্নড ব্লু ডেনিম। রাজকে পাওয়া গেল সবুজ টি-শার্ট ও জিনসে।

আরও পড়ুন: গল্প নয় ১০০ শতাংশ সত্যি! প্রথমবার পর্দায় এক সঙ্গে তিন খান…জানুন লেটেস্ট আপডেট

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest