Site icon The News Nest

RRR: আসন্ন ছবিতে রয়েছে নেতাজি-র প্রসঙ্গ! গঙ্গার ঘাটে সিনেমার প্রচার রামচরণ-রাজামৌলিদের

rrr

বেঙ্গালুরু, হায়দরাবাদ, বরদার পর এবার কলকাতায় রাজামৌলির ‘আরআরআর’ টিম ৷ এর আগেই স্টাচু অব ইউনিটির তলায় দাঁড়িয়ে ছবির প্রচার সেরেছিলেন পরিচালক এসএস রাজামৌলি এবং ছবির দুই তারকা রাম চরণ আর জুনিয়র এনটিআর ৷ ত্রিপিল আর ছবির প্রচারের জন্য সারা দেশ চষে বেড়াচ্ছে রাজোমৌলির টিম ৷ গতকাল জয়পুরে ছবির প্রচার সারার পর এবার কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন তাঁরা (RRR Promotion in Kolkata) ৷

২৫ মার্চ, দিন তিনেক বাদেই প্রেক্ষাগৃহে আসছে ‘রৌদ্রম রানাম রুধিরাম’। তার প্রাক্কালেই কলকাতায় সিনেমার প্রচারে ঝটিকা সফর সারলেন তিন দক্ষিণী তারকা। হাওড়া ব্রিজকে পিছনে রেখে ক্যামেরার সামনে পোজও দিলেন। শেয়ার করলেন শুট করার অভিজ্ঞতাও। ‘আরআরআর’-এর শুটিং করার সময় ৬০ ফিট ওপর থেকে যেভাবে জুনিয়র এনটিআর এবং রামচরণ দড়ির সঙ্গে ঝুলেছেন, তা বড়পর্দায় দেখলে নাকি দর্শকদের গায়ে কাঁটা দিতে বাধ্য জানালেন পরিচালক। কথাপ্রসঙ্গেই পরিচালক নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা তুললেন।

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের রাজ্যত্যাগের জন্য বিজেপিই দায়ী, ‘The Kashmir Files’ – এর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ

‘আরআরআর’ ছবিতে রামচরণ ও জুনিয়র এনটিআর দেশপ্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন। আর তাঁদের যে চরিত্রে দেখা গিয়েছে, বাস্তবেই তাঁদের প্রশংসা করেছিলেন বীর বঙ্গসন্তান নেতাজি, জানালেন পরিচালক।নস্টাগ্রামে কলকাতা ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন ছবির নির্মাতারা ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের দুই দক্ষিণী সুপারস্টারকে বহুদিন পর পর্দায় একসঙ্গে দেখা যাবে এই ছবিতে ৷

এছাড়া ছবি জুড়েই রয়েছে তারকাদের চাঁদের হাট ৷ অজয় দেবগণ, আলিয়া ভাট এবং অলিভিয়া মরিসকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চলেছেন সিনেপ্রেমীরা ৷ এছাড়া সহায়ক চরিত্রে রয়েছেন সামুথিরাকানি, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডুডি ৷

আরও পড়ুন: Shabaash Mithu: বাইশ গজে মিতালির কামাল এবার পর্দায়, প্রকাশ্যে ‘সাবাশ মিঠু’র টিজার

Exit mobile version