বিবাহিত হওয়া সত্ত্বেও সারা শরীরে লিপস্টিক দিয়ে পরপুরুষের নাম লিখলেন রাখি

স্বামীকে সাবধানবাণী রুবিনার, “ও কিন্তু সব সীমা পার করবে, তুমি ওকে উৎসাহ দিয়ো না।”
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘বিগ বস’-এর বাড়ির ঘেরাটোপে অভিনব শুক্লর মধ্যে নিজের ভালবাসা খুঁজে পেয়েছেন রাখি সবন্ত। সময়ের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাঁর অভিনব প্রেম। আগেই জানিয়েছিলেন ভালবাসার জন্য ‘সব সীমা পার’ করতে পারেন তিনি। এ বার কাজেও তা করে দেখালেন বলিউডের ‘ড্রামা ক্যুইন’।

মুখের কথায় সহ-প্রতিযোগী রুবিনা দিলায়কের স্বামীর প্রতি ভালবাসা জাহির যথেষ্ট নয়। তাই অন্য রাস্তা নিলেন রাখি।  কার্যত নিজেকে রাঙিয়ে তুললেন অভিনবের প্রেমে। সারা গায়ে লাল লিপস্টিক দিয়ে লিখলেন ‘আই লাভ অভিনব’। এর পর সারা গায়ে অভিনবের নামে ট্যাটু করবেন বলেও জানান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

আরও পড়ুন: ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে… নস্টালজিয়া উস্কে দিল JawlPhoring 2.0

তবে রাখির ভালবাসার এই বহিঃপ্রকাশ একেবারেই মনে ধরেনি অভিনবের। রীতিমতো অভক্তির সুরে রাখির কাছে প্রশ্ন রাখেন, “কী হচ্ছে এ সব?” স্পষ্টভাষী রাখি সময় নষ্ট না করে উত্তরে জানান, সারা শরীরে অভিনবের নাম লেখা তাঁর ‘ক্রেজি লাভ’-এর নিদর্শন মাত্র।

রাখির এসব কাণ্ড দেখে রেগে গিয়ে অভিনবের স্ত্রী রুবিনা বলেন, এগুলো চিপ এন্টারটেনমেন্ট ছাড়া কিছুই নয়। নিজেই নিজেকে খারাপ ভাবে প্রকাশ করছে রাখি। এরপর অবশ্য রুবিনা অভিনবকে বলেন, রাখির যা ইচ্ছে তাই করুক। তারপর স্বামীকেই সাবধানবাণী রুবিনার, “ও কিন্তু সব সীমা পার করবে, তুমি ওকে উৎসাহ দিয়ো না।”

অন্যদিকে, এসব করার জন্য আরশি খান বলেন, ‘রাখি তুমি এভাবে নিজের থেকে অভিনবকে দূরে করছ’। যদিও রাখি বার বার বলছেন, ‘অভিনবকে আমার থেকে কেউ দূরে করতে পারবে না’। ভাঙনের মুখে দাঁড়িয়েছিল রুবিনা-অভিনবের দাম্পত্য। ‘বিগ বস’-এর চার দেওয়ালে একসঙ্গে থেকে ফিকে হয়ে আসছিল সম্পর্কের চিড়গুলো। কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন কী ফের দূরত্ব বাড়াবে তাঁদের? এখন সেটাই দেখার।

আরও পড়ুন: বেবি বাম্প নিয়েই যোগাসন! ইন্টারনেটে ভাইরাল হবু মা করিনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest