চেন্নাই: এই লকডাউনে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে।
তেমনই করলেন ‘বাহুবলী’র খলনায়কও। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ভল্লালদেব ওরফে রাণা দগ্গুবতীকে নিয়ে।এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে এনগেজ হলেন রাণা। মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর ।
লকডাউনে সম্প্রতি একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাণা। মিহিকার সঙ্গে নিজের সেই ছবি পোস্ট করে রাণা লিখেছেন, ‘ও আমাকে হ্যাঁ বলেছে।’ মিষ্টি সেই ছবিটিই এখন ভাইরাল নেট দুনিয়ায় ।
আরও পড়ুন: আমাদের জান্নাত! দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে মন্তব্য সাকিবের, দেখুন ভিডিও
পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভেসে গিয়েছেন রানা এবং মিহিকা।এক ঘন্টার মধ্যে প্রায় ৩০০০ কমেন্ট করা হয়। রানাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মীরাও। সোনম কাপুরের পরিবারের অত্যন্ত ঘনিষ্ট মিহিকা। সোনমের সঙ্গে তার ছবিও রয়েছে ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: ‘বাড়িতে সিনেমা দেখে সময় কাটিয়েছি’, গ্রেফতারির অভিযোগ অস্বীকার পুনমের