৩৯-এ পা দিলেন বলিউডের চকলেট হিরো Ranbir Kapoor। তাঁর জন্মদিনে রণবীরের আগামী ছবি Shamshera ফার্স্ট লুক সামনে আনল যশ রাজ ফিল্মস। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত। ছবিটির পরিচালনা করছেন করণ মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ১৮ মার্চ। বড় চুল সারা মুখে আঁচড়ের দাগ, এভাবেই সামনে এলেন Shamshera।
মঙ্গলবার অভিনেতার জন্মদিন উপলক্ষেই প্রকাশ্যে এল ‘সামসেরা’ সিনেমার ফার্স্টলুক। যাতে কিনা ভিন্ন অবতারে দেখা গেল রণবীরকে। প্রসঙ্গত, চলতি বছরেই এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীরর কারণে তা পিছিয়ে গিয়েছে। এদিন ফার্স্টলুক প্রকাশ্যে আনার পাশাপাশি নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছে মুক্তির দিনক্ষণও। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১৮ মার্চ মুক্তি প্রেক্ষাগৃহে আসছে ‘সামসেরা’ (Shamshera first look)।
আরও পড়ুন: Aranyak: জঙ্গলে রহস্যের সন্ধানে রবিনা ট্যান্ডন, আশুতোষ রানা ও পরমব্রত, টিজার দেখেছেন?
১৮০০ সালের প্রেক্ষপটে সাজানো হয়েছে সিনেমার গল্প। সেই সময়ের প্রেক্ষিতে এক ডাকাত গোষ্ঠীর গল্প বলে এই ছবি। যারা নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হয়েছিল। এক অনন্য স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘সামসেরা’।
The legend will leave his mark. #RanbirKapoor | #Shamshera | #Shamshera18March2022 | #YRF50 pic.twitter.com/cVmPLcAZwr
— Yash Raj Films (@yrf) September 28, 2021
রণবীর কাপুরের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন বাণী কাপুর (Vaani Kapoor) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ‘সামসেরা’র পরিচালকের আসনে রয়েছেন করণ মালহোত্রা। যিনি কিনা এর আগে হৃতিক রোশন অভিনীত ‘অগ্নিপথ’ পরিচালনা করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার সিনেপর্দায় দেখা গিয়েছিল কাপুর-নন্দনকে। রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে।
রাত ১২টায় দুটো কেক কেটে জন্মদিন পালন শুরু করেন রণবীর কাপুর। জন্মদিনের আগে রবিবার যোধপুরে দেখা গেল রণবীর-আলিয়াকে। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ের সানাই বাজতে চলেছে কাপুর পরিবারে। এদিন কাঁধে মাথা রেখে রণবীরের সঙ্গে সূর্যাস্ত দেখার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া।
আরও পড়ুন: কালো বিকিনিতে জলকেলি, জন্মদিনে উষ্ণতা ছড়ালেন নায়িকা Mouni Roy