ওয়েব ডেস্ক: ‘আজীবন তোমায় ভালোবাসব…। আগের মতোই। যেমন ভাবে চাইতাম তোমায়। যেভাবে ভালোবাসতাম। তুমিও সারাজীবন থাকবে আমার সঙ্গে’, ঋষি কাপুরের শ্রাদ্ধানুষ্ঠানে বাবার কথা মনে করে এভাবেই চোখের জলে ভাসলেন মেয়ে ঋদ্ধিমা কাপুর।
মঙ্গলবার প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্মরণে বান্দ্রার কাপুর ভবনে আয়োজন করা হয়েছিল এক স্মরণসভায়। এদিন ছিল ঋষি কাপুরের তেরহভি বা শ্রাদ্ধশান্তি অনুষ্ঠানের শেষ দিন।বাবার স্মৃতিচারণায় এদিন ফের ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ঋদ্ধিমার। পিতৃশোকে কাতর রণবীরও এদিন ধরা দিয়েছেন পাপারাতজিদের ক্যামেরায়। এদিন ভাই রণবীরের সঙ্গে ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে ঋষি কন্যা ঋদ্ধিমা লেখেন,তোমার উত্তরাধিকারটা আজীবন বেঁচে থাকবে..তোমাকে আমারা অনেক ভালোবাসি’।
আরও পড়ুন:
এই স্মরণসভায় আলিয়াকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। প্রার্থনা সভায় হাজির হয়েছিলেন তাঁর ভাইঝি, অভিনেত্রী করিশ্মা কাপুরও। ভাইয়ের স্মরণসভায় দেখা মিলল রণধীর কাপুরেরও, পৌঁছেছিলেন রণধীর পত্নী ববিতা কাপুরও।
প্রার্থনাসভায় মেয়ে নভ্যাকে নিয়ে পৌঁছেছিলেন বচ্চন কন্যা শ্বেতা বচ্চন নন্দা। সম্পর্কে ঋষি কাপুর শ্বেতার মামাশ্বশুর।এদিন দেখা মিলল কাপুর পরিবারের অনান্য সদস্যদের।হাজির ছিলেন ঋষি কাপুরর দিদি রিমা জৈনের দুই পুত্র আরমান ও আধার জৈনও। দেখা মিলল আধার পত্নী অনিশা মালহোত্রার।
গত দু বছর ধরে লিউকিমিয়ার সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেতা। দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রেও চিকিত্সা চলেছে তাঁর। গত বছর সেপ্টেম্বরেই দেশে ফিরেছিলেন ঋষি কাপুর। ৩০ এপ্রিল মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৬৭ বছর বয়সে মৃত্যু হয় ঋষি কাপুরের।
আরও পড়ুন: