Rekha is acting in the TV series? Viral promo as soon as it is released

ধারাবাহিকে অভিনয় করছেন রেখা? প্রকাশ্যে আসতেই ভাইরাল প্রোমো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্টার প্লাসে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ সিরিয়ালের জন্য নতুন প্রোমো শ্যুট করেছেন রেখা। আর প্রোমো সোশ্যাল মিডিয়ায় শুধু ভাইরালই হয়নি, দর্শকদের মুখে মুখে ঘুরছে। ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-তে দেখানো হচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প। পত্রলেখা (ঐশ্বর্য শর্মা), সাই (আয়েশা সিং) এবং বিরাট (নীল ভাট)-এর প্রেমের কাহিনীতে আসতে চলেছে নতুন টুইস্ট। আর সেই টুইস্ট নিয়েই প্রোমো শুট করেছেন রেখা।

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘The Lord of the rings’ টেলিভিশন সিরিজ

‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-র প্রোযজক রাজেশ রাম সিং নিজেও সোশ্যাল মিডিয়াতে রেখার প্রোমো শেয়ার করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে শুরু হওয়ার পর থেকেই দর্শকরা আমাদের প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। গত বেশ কিছুদিন ধরে দেখানো হয়েছে যে, একটা প্রেম কীভাবে দাঁনা বাঁধছে। এটা দেখতে-দেখতেই দর্শকরা চরিত্রের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাচ্ছে। এবার গল্পে নতুন টুইস্ট আসার সময় হয়েছে। আমরা তাই চাইছিলাম দর্শকদের ভালোবাসা এবং মর্যাদাকে গুরুত্ব দিয়ে এই বিষয়টার উপর একটা প্রোমো তৈরি করতে। প্রোমো তৈরির আগে আমাদের গোটা টিম অনেক ভাবনা চিন্তা করেছে। খেটেছেও। কিন্তু, সবকিছুই ম্লান হয়ে গিয়েছে রেখাজি-র উপস্থিতিতে।’

 

View this post on Instagram

 

A post shared by StarPlus (@starplus)

শাড়ি পরা রেখাকে দেখলে তাঁর বয়স বোঝা দায়! গায়ে অনেক অলঙ্কার। সঙ্গে গাঢ় লাল লিপস্টিক। রেখার দিক থেকে সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না। বলে না দিলে, কেউ বিশ্বাসও করবে না যে, রেখার বয়স প্রায় ৭০ হতে চলল!

আরও পড়ুন: ইন্দিরা গান্ধির চরিত্রে ইনি বিশ্বসুন্দরী Lara Dutta! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest