দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেবের আসন্ন ছবি ‘টনিক’। প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে যৌথ প্রযোজনায় ‘টনিক’ তৈরি করছেন দেব। করোনার জেরে বহুদিন ধরে ছবি মুক্তি আটকে ছিল। অবশেষে এই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘টনিক’।
আমাদের সকলের ইচ্ছাপূরণের বন্ধু, আমাদের ভালোথাকার ও ভালোরাখার "টনিক" আসছে আগামী ২৪শে ডিসেম্বর। @AVIJIT416 #ParanBandopadhyay #ShakuntalaBarua @tnusreec @koneenica @jeetmusic @AdvARC_official @DEV_PvtLtd @BengalTalkies#Tonic #ThisWinter pic.twitter.com/maqXKwkNi5
— Dev (@idevadhikari) November 15, 2021
গল্পটা কীরকম? এক বৃদ্ধ বাবা আর ছেলের গল্প। যে সম্পর্ক তিক্ততাপূর্ণ। ছেলের অহমবোধ কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবই সেই বাবা-ছেলের রসায়নকে তিক্ত করে তোলার একমাত্র কারণ। গুরুতর সমস্যার সূত্রপাত হয় বাবা-মা’র ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন নিয়ে। খুব কম খরচে একেবারে বুড়িছুঁই করে বৃদ্ধ বাবা-মা’র বিবাহবার্ষিকী উদযাপন করার পরই নিজের বিয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান একেবারে ধুমধাম করে পালন করে সেই ছেলে। হাজার হোক, ছেলের এই ব্যবহারে মনোকষ্টে ভোগেন বাবা এবং মা। যে চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া। এরকমই এক তিক্ত সম্পর্কের মোড় ঘোরাতে ‘টনিক’-এর মতো কাজ করেন দেব। কীভাবে মধ্যস্থতা করে সেই সম্পর্ক ঠিক করলেন দেব? সেই প্রশ্নের উত্তর দেবে ‘টনিক’। দেবের উদ্দেশে পরাণকে টিজারে বলতে শোনা গিয়েছে, “তুই যে-সে টনিক নস রে!”
ছবিতে এক ট্রাভেল এজেন্সির কর্মী হিসাবে পাওয়া যাবে ‘টনিক’ দেবকে। দেবের কাকার ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া। রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়ও। সংগীত পরিচালনার দায়িত্ব জিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর অভিনেতা দেবের জন্মদিন। তাই জন্মদিনের আগেই অনুরাগীদের জন্য বিশেষ উপহার হিসেবে পর্দায় ধরা দেবেন দেব। বলাই যায়, জন্মদিনের আগে অনুরাগীদের জন্য ‘টনিক’ হয়ে সারপ্রাইজ রাখতে চলেছেন অভিনেতা।