ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো! বছর ঘুরতেই প্রেমে ভাঙন, গৌরবহীন শ্রীমার জন্মদিনের ঝলক…

একজনের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি গৌরবের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রীমা, যা জানতে পারবার পরেই নিজেকে গুটিয়ে নেন গৌরব।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রেমের বয়স মাত্র ১ বছর। বছর ঘুরতে না ঘুরতেই প্রেম ভাঙল টলিপাড়ার প্রথম সারি অভিনেতা গৌরব ও শ্রীমার। গত বছরেই ঘটা করে নিজেদের ভালবাসার কথা প্রকাশ্যে এনেছিলেন টলিপাড়ার লাভবার্ডস। সোশ্যাল মিডিয়ায় পিডিএ নজর কেড়েছিল নেটিজেনদের। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ছন্দপতন। সম্প্রতি নিজের জন্মদিনটা গৌরবহীনই কাটালেন শ্রীমা। তাতেই যেন শিলমোহর পড়ল।

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর, নুসরত-নিখিল-যশের চর্চিত ত্রিকোণ প্রেমের কাহিনির মাঝে একটু ধাপা চাপা পড়ে গিয়েছে শ্রীমা-গৌরবের ব্রেক-আপের খবর। প্রকাশ্যে যদিও প্রেম ভাঙা নিয়ে কোনও মন্তব্য করেননি দুজনেই। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন দুজনেই। গৌরব সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন শ্রীমার সঙ্গে পোস্ট করা বহু ছবি।যে পোস্টের সঙ্গে শ্রীমাকে নিজের জীবনসঙ্গী হিসাবে পরিচয় করিয়েছিলেন, সেই পোস্টটিও গায়েব ইনস্টাগ্রামের পাতা থেকে। হাতেগোনা বেশ কয়েকখানি ছবি অবশ্য রয়েছে। শ্রীমার সোশ্যাল মিডিয়াতে তাও নেই।

আরও পড়ুন: ফাঁকা মাঠে ‘পাওরি’! মিম শেয়ার করে বিজেপিকে একহাত নিলেন নুসরত

শুক্রবার ছিল শ্রীমার জন্মদিন। নিজের জন্মদিনটা গৌরবহীনভাবেই কাটালেন শ্রীমা। তবে প্রেম ভাঙার দুঃখ ভুলে পরিবারের সঙ্গে সেলিব্রেট করতে দেখা গেল অভিনেত্রীকে।

কী কারণে ভেঙেছে  প্রেম? গতবছর পুজোর ঠিক আগেই গৌরব-শ্রীমার সম্পর্কে ফাটল ধরে। দুজনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শ্রীমা নাকি গৌরবের কাছ থেকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশকিছু বিষয় লুকিয়ে রেখেছিলেন। শ্রীমার সেই মনোভাবের জেরেই চিড় ধরে এই ‘হ্যাপেনিং কপল’-এর সম্পর্কে। একজনের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি গৌরবের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রীমা, যা জানতে পারবার পরেই নিজেকে গুটিয়ে নেন গৌরব।

আরও পড়ুন: কালো পোশাকে উষ্ণতার ছোঁয়া! ‘কাঁটা লাগা’ গানে জমিয়ে নাচলেন স্বস্তিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest